দোল উৎসবে মাতোয়ারা নাটকের শহর বালুরঘাট। শুক্রবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিভিন্ন স্থানে দোল উৎসব উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অর্পন নামক সংস্থার পক্ষ থেকে বালুরঘাট টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব, চলে দেদার নানা রঙের আবির খেলা। অপরদিকে হ্রদকোমল ডান্স একাডেমী-র আয়োজনে বালুরঘাট হাই স্কুল ময়দানে এদিন অনুষ্ঠিত হয় রাঙ্গীয়ে দিয়ে যাও নামাঙ্কিত একটি অনুষ্ঠান। অন্যদিকে নটরাজ ডান্স একাডেমী-র তত্ত্বাবধানে চকভবানী বারোয়ারী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে নৃত্য গীতের ছন্দে আর আবিরের রঙে সকলকে রাঙ্গিয়ে পালিত হয় রঙিন বসন্ত উৎসব।
আর ও পড়ুন লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে
বালুরঘাটের সংকেত পাড়ার বাসিন্দারাও এদিন বসন্ত উৎসব পালন করেন। তবে এদের মধ্যে বালুরঘাটের কনকথিনুপুরা নামক একটি সংস্থার তত্ত্বাবধানে দোল উৎসবের একদিন আগেই বালুরঘাটের অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে বাসন্তী নামাঙ্কিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংস্থা – প্রতিষ্ঠানের পাশাপাশি বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় এদিন দোল উৎসবে সামিল হয়েছিলেন বালুরঘাট পৌরসভার নব নির্বাচিত প্রতিনিধিরাও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদ্যঘোষিত বালুরঘাট পৌরসভার ভাবি চেয়ারম্যান অশোক মিত্র এদিন সকলকে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষদের সতর্ক করে বলেন আমরা কিন্তু এখনও পুরোপুরি করোনা মুক্ত হয়নি, তাই স্বাস্থ্যবিধি মেনে সরকারি কোভিড বিধি মেনে দোল উৎসব পালন করতে হবে।
উল্লেখ্য, দোল উৎসবে মাতোয়ারা নাটকের শহর বালুরঘাট। শুক্রবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিভিন্ন স্থানে দোল উৎসব উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অর্পন নামক সংস্থার পক্ষ থেকে বালুরঘাট টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব, চলে দেদার নানা রঙের আবির খেলা। অপরদিকে হ্রদকোমল ডান্স একাডেমী-র আয়োজনে বালুরঘাট হাই স্কুল ময়দানে এদিন অনুষ্ঠিত হয় রাঙ্গীয়ে দিয়ে যাও নামাঙ্কিত একটি অনুষ্ঠান। অন্যদিকে নটরাজ ডান্স একাডেমী-র তত্ত্বাবধানে চকভবানী বারোয়ারী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে নৃত্য গীতের ছন্দে আর আবিরের রঙে সকলকে রাঙ্গিয়ে পালিত হয় রঙিন বসন্ত উৎসব।