উৎসবের মেজাজে ভোট দিয়েছে ঝাড়গ্রামবাসী, জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল । রবিবার টান টান উত্তেজনার মধ্য দিয়ে ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচন শুরু হয় ।ঝাড়গাম পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে কড়া পুলিশি প্রহরা ছিল চোখে পড়ার মতো। তবে দুই এক জায়গায় বিক্ষিপ্ত সামান্য ঘটনা ছাড়া কোথাও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিয়েছেন বলে জানালেন ঝাড়গ্রাম পৌরসভার রিটার্নিং অফিসার তথা ঝাড়গ্রাম এর মহকুমা শাসক বাবু লাল মাহাতো।
সেই সঙ্গে তিনি বলেন ঝাড়গ্রামে ভোট পড়েছে 76 শতাংশর একটু বেশি। ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম মাহাতো বলেন মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। কোথাও কোন গণ্ডগোল হয়নি। কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়নি। মানুষ নিজের ভোট নিজে দিয়েছেন। তিনি আরো বলেন যে মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। তাই তৃণমূল কংগ্রেসকে ঝাড়গ্রাম শহরবাসী সমর্থন করবে ।ঝাড়গাম পৌরসভার 18 টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে বলে তিনি জানান । প্রতিটি এলাকায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম দলের বুথ ছিল একে অপরের পাশে।
রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মধ্যে হাসিমুখে সৌজন্য বিনিময় করেছেন ।কোন গণ্ডগোল হয়নি। শান্তিপূর্ণ ভোট হওয়ায় ঝাড়গ্রাম শহরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবনাথ হাঁসদা ,তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মহাশিস মাহাতো ,রাজ্যের মন্ত্রী তথা ঝাড়গ্রাম এর বিধায়ক বিরবাহা হাঁসদা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শান্তিপূর্ণ নির্বাচনের কথা বললেও বিরোধীরা বলেন মোটামুটি ভাবে ভোট হয়েছে। তবে বিরোধীদলের ক্ষেত্রে শুধু কমিশনের নির্দেশ পালন করা হয়েছে।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর ক্ষেত্রে পালন করা হয়নি। তা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলি জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান ।বামেরা শেষ পর্যন্ত বুথে বসে থাকলেও বেশিরভাগ বুথে বিজেপি-কে দুপুরের পর দেখা যায়নি। রবিবার রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ড এর একটি বুথে গিয়ে তার নিজের ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি বলেন মানুষ যেভাবে নিজের ভোট নিজে দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের জয় কেউ আটকাতে পারবেনা। কারন মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে শান্তির পক্ষে রয়েছে। তাই ঝাড়গ্রাম এর উন্নয়ন কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ ভোট দিয়েছেন বলে তিনি জানান।