উৎসব মরশুমে পানীয় জলের সরবারহ ঠিক রাখতে জরুরি পরিদর্শন হাওড়া পৌর নিগমের। একই দিনে লক্ষীপূজো ও বিশ্ব নবী দিবস থাকায় উৎসবের দিনে শহরের পানীয় জলের পরিষেবা যাতে সুষ্ঠভাবে চালু থাকে, তাই শনিবার পদ্মপুকুর জলাধার পরিদর্শন করেন হাওড়া পৌর নিগমের আধিকারিকরা। এছাড়াও রবিবারের দিনটি-তে হাওড়া শহরে পানীয় জল ও জল বন্টনের ব্যবস্থাকে খতিয়ে দেখতে শনিবার হাওড়া পৌর নিগমে জল বিভাগের কর্তাদের জরুরি আলোচনা হয়।
মূলত হাওড়ার পদ্মপুকুর জলাধার এদিন পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। পদ্মপুকুর থেকে গোটা হাওড়ার অধিকাংশ স্থানে সুষ্ঠ উপায়ে যাতে জল পরিষেবা চালু রাখা যায়, সেই উদ্দেশ্যেই এদিনের পরিদর্শন বলে জানা গিয়েছে নগর নিগম সূত্রে। শনিবারের আলোচনাতে পৌর নিগমের উচ্চ পদস্থ আধিকারিকরা সকলেই উপস্থিত ছিলেন।
পুজো চলাকালীন শহরের মধ্যে কোথাও যাতে কোনোভাবে জল সরবারহ করতে বিঘ্ন না ঘটে তারই আগাম প্রস্তুতি নিতেই এই জরুরি বৈঠক করা হয়। কোথাও সমস্যা নেই বলে জানা যাচ্ছে নিগম সূত্রে। এছাড়াও শহরের যে প্রান্তে কেএমডিএ জল সরবারহের দায়িত্বে রয়েছে, তাদেরকেও ইতিমধ্যে জানানো হয়েছে যাতে রবিবার দিনে কোথাও কোনওভাবে জলকে কেন্দ্র করে জল কষ্টে না ভুগতে হয় হাওড়াবাসীদের। পাশাপাশি নিগমের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে কোথাও কোনও যান্ত্রিক গোলযোগ ঘটে, তাহলে সেই সমস্যার দ্রুত সমাধানের জন্য তাঁরা প্রস্তুত থাকবেন।
আরও পড়ুন – ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা
উল্লেখ্য, একই দিনে লক্ষীপূজো ও বিশ্ব নবী দিবস থাকায় উৎসবের দিনে শহরের পানীয় জলের পরিষেবা যাতে সুষ্ঠভাবে চালু থাকে, তাই শনিবার পদ্মপুকুর জলাধার পরিদর্শন করেন হাওড়া পৌর নিগমের আধিকারিকরা। এছাড়াও রবিবারের দিনটি-তে হাওড়া শহরে পানীয় জল ও জল বন্টনের ব্যবস্থাকে খতিয়ে দেখতে শনিবার হাওড়া পৌর নিগমে জল বিভাগের কর্তাদের জরুরি আলোচনা হয়। মূলত হাওড়ার পদ্মপুকুর জলাধার এদিন পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। পদ্মপুকুর থেকে গোটা হাওড়ার অধিকাংশ স্থানে সুষ্ঠ উপায়ে যাতে জল পরিষেবা চালু রাখা যায়, সেই উদ্দেশ্যেই এদিনের পরিদর্শন বলে জানা গিয়েছে নগর নিগম সূত্রে।