উৎসব শেষ হতেই শুরু হয়েছে গয়েশপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কাজ। উৎসব শেষ হতেই শুরু হয়েছে গয়েশপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কাজ । এদিন গয়েশপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের রাস্তা পরিস্কার থেকে ড্রেন পরিস্কার ও বিভিন্ন পরিসেবা মুলক কাজ শুরু করলো পৌর কর্মীরা । প্রসঙ্গত নতুন পৌর বোর্ড গঠন হতেই গয়েশপুর পৌর এলাকার বিভিন্ন প্রান্তে পরিছন্নতার দিকে জোর দেওয়া হয়।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
যদিও বর্ষা কালে ডেঙ্গুর উপদ্রব দেখা দেয় বেশি, তার থেকে নাগরিকদের সুরক্ষা দিতে দেখা গেছে পৌরসভাকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে । একদিকে জঙ্গল পরিষ্কার,ড্রেন পরিস্কার সহ মশার লাভা নিধরনের জন্য মশা মাড়ার স্প্রে করতে। পাশাপাশি পৌর স্বাস্হ্য কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতন থাকার বার্তা সহ মশা যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়ে আলোচনা করেন নাগরিকদের বাড়িতে গিয়ে এর সাথে কোন কোন উপসর্গ দেখা দেয় সেই বিষয়ে সচেতন করে।
গয়েশপুর পৌরসভার পুরো প্রধান সুকান্ত চ্যাটাজি বলেন আমরা পৌর সভার পক্ষথেকে পৌর নাগরিকদের পরিসেবা দিতে বদ্ধ পরিকর। এদিন পৌর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর নিজে দারিয়ে থেকে পৌর কর্মীদের কাজ করার উৎসাহ যোগাচ্ছেন । এতে খুশি এলাকার মানুষ জন। সাধারণ মানুষ অবশ্য দাবি করেন এই ওয়ার্ড সব সময় পরিষ্কার থাকে এবং পৌর কর্মীরা খুব ভালো কাজ করে।
এর পাশাপাশি কাউন্সিলর সব সময় খোঁজ নেয় ,যখন প্রয়োজন হয় আমরা কাউন্সিলর কে কাছে পাই। প্রসঙ্গত এই ওয়ার্ডের কাউন্সিলর সোমা ঢালী তিনি দ্বিতীয় বারের জন্য এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। মানুষের মুখে তার কাজের যথেষ্ট সুনাম রয়েছে। এবং তিনি প্রত্যেক দিন সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান ।