Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
actor Roshan wrote an open letter to Aryan, what did he write?

আরিয়নকে খোলা চিঠি লিখলেন ঋত্বিক রোশন, কী লিখলেন?

আরিয়নকে খোলা চিঠি লিখলেন ঋত্বিক রোশন, কী লিখলেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঋত্বিক

আরিয়নকে খোলা চিঠি লিখলেন ঋত্বিক রোশন, কী লিখলেন? মাদককাণ্ডে  গ্রেফতার হয়েছেন   বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এই সময় অনেকে শাহরুখ খানদের  পাশে এসে দাঁড়িয়েছেন। এমন বিপদের মুহুর্তে তার বাড়িতে  ছুটে গেছেন সালমান খান। ফোন করে খোঁজ নিয়েছেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল আগারওয়াল, রানি মুখার্জিসহ আরো অনেকে।

 

এবার এই কাণ্ডে ব্যতিক্রমী বার্তা নিয়ে পাশে এসে দাঁড়ালেন হৃতিক রোশন। শাহরুখপূত্রের জন্য একটি খোলা চিঠি লিখলেন তিনি। হৃতিকের মতে, এই কঠিন ঘটনাগুলো আরিয়ানকে বড় হয়ে উঠতে সাহায্য করবে। ইস্পাতের মতো দৃঢ় করে তুলবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আরিয়ানের ছবি পোস্ট করে এই ঋত্বিক রোশন  লিখেছেন, ‘প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। যেখানে চড়াই-উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন মহান। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাদের মনের জোর প্রচুর, কেবল তাদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভেতরের বিভিন্ন অনুভূতি জ্বলে-পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলোর মধ্যে কোনটি রাখবে, কোনটি ফেলবে, তা তোমার সিদ্ধান্ত।’

 

আর ও  পড়ুন    অভিনয়ের ক্ষেত্রে আবেগের পরোয়া করেন না পরীমনি

 

হৃতিক রোশন  বলেন, ‘জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলোই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ্য করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালবাসি আরিয়ান।’

 

প্রসঙ্গত, চলতি মাসের  গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরিতে এক মাদক পার্টি থেকে আরিয়ানকে আটক করে এনসিবি। শাহরুখের ছেলেকে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে প্রমোদতরির টার্মিনালে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top