২৯ জুন ২০২১ : অভিনেতা ঋত্বিক রোশন নিজের এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মাথায় টুপি, চোখে রোদচশমা। একেবারে হট লুকে রয়েছে সে ছবি। জানা গিয়েছে , তাঁর ফিটনেস ব্র্যান্ড ‘এইচআরএক্স’-এর জন্য ক্লিক করা হয়েছিল ছবি এবং একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়।

ঋত্বিকের এ হেন লুক দেখে প্রাক্তন স্ত্রী সুজা়ন খানও বেশ বিস্মিত। ছবি পোস্টের কয়েক ঘন্টার মধ্যে, সুজা়ন খান কমেন্ট করে লেখেন, ‘তোমাকে একুশের দেখাচ্ছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালির ইমোজিও।। অভিনেতা অনিল কাপুরও ঋত্বিকের শার্টলেস লুকের প্রশংসা করেন। লেখেন, ‘অবিরতভাবে নিজের মাত্রা বাড়িয়ে চলেছ’। ঋত্বিক ছবির ক্যাপশনে লেখেন ‘ভাল ক্যাচ’ আর সঙ্গে জুড়ে দেন ‘থাম্বস আপ’ ইমোজি।



















