আগামিকাল উইকেটের পিছনে থাকছেন ঋদ্ধিমান। আগামিকাল মুম্বই টেস্টে উইকেটের পিছনে কেএস ভারত নন, থাকছেন ঋদ্ধিমান । আগামিকাল অর্থাৎ শুক্রবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। মুম্বই টেস্টে নামার আগে ফিট ভারতীয় দলের বঙ্গজ উইকেটকিপার-ব্যাটার। তার আগে ঋদ্ধিমান নিজেই বৃহস্পতিবার কু করে জানিয়ে দিলেন যে, তিনি ‘পুরোপুরি ফিট’! খেলার জন্য মুখিয়ে আছেন। কানপুরে ঘাড়ে চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে ৬১ রানে অপরাজিত ছিলেন ঋদ্ধি।
কিন্তু কিপিংয়ের সময়ে অস্বস্থি অনুভব করায় তাঁর বদলি হিসেবে দুই ইনিংসে কে এস ভারতকে দেখা গিয়েছিল। ভারতের তিন স্পিনারের বিরুদ্ধে নজর কেরেছিলেন এই তরুণ উইকেটকিপার। তাছাড়া প্রথম ইনিংসে মাত্র ১ রানে আউট হওয়ার জন্য অনেকে ঋদ্ধির আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি দেওয়ার কথাও বলেছিল। তবে সব কটাক্ষের জবাব ব্যাট হাতে দিয়েছিলেন পাপালি।
যদিও দ্বিতীয় টেস্টের আগে তাঁকে নিয়ে বিশেষ চিন্তা করেছিল টিম ম্যানেজমেন্ট। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বলেন, “এখনও পর্যন্ত ফিট ঋদ্ধিমান। ও ঘাড়ের সমস্যা থেকে সেরে উঠেছে। একদম ঠিক আছে।” কোহিলর কথাতেই পরিস্কার হয়ে গেল যে, আগামিকাল উইকেটের পিছনে কেএস ভারত নন, থাকছেন ঋদ্ধিমানই। যদিও ঋদ্ধি ফিট হয়ে ওঠায় তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া কার্যত নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কানপুর টেস্টের দুরন্ত ব্যাটিংই দ্বিতীয় টেস্টে তাঁর জায়গা পাকা করেছে বলে মত বেশিরভাগের।
আর ও পড়ুন এবার ভারতে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’
উল্লেখ্য, কানপুরে সিরিজের প্রথম টেস্টে ব্যাটে হাতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করলেও কার্যত দুই ইনিংসেই উইকেটকিপিং করতে পারেননি ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় দিনে কিপারের গ্লাভস হাতে মাঠে নামেন ঋদ্ধি। তবে তার পরেই ঘাড়ে সমস্যা দেখা দেওয়ায় পরিবর্ত কিপার হিসেবে মাঠে নামতে হয় কেএস ভরতকে।
এই অবস্থায় মুম্বইয়ের দ্বিতীয় টেস্টের আগে ঋদ্ধি ফিট হয়ে উঠবেন কিনা, তা নিয়ে সংশয়ে ছিলেন অনুরাগীরা। ছবিটা স্পষ্ট করে দেন ক্যাপ্টেন কোহলি। মুম্বই টেস্ট শুরুর আগের দিন ঋদ্ধির চোট নিয়ে বড়সড় আপডেট দিলেন ভারত অধিনায়ক। বরং বলা ভালো যে, দ্বিতীয় টেস্টে বাংলার উইকেটকিপারকে পাওয়া যাবে কিনা, সেবিষয়ে যাবতীয় সংশয় দূর করে দেন বিরাট।