এইচ-১বি ভিসা ফি বাড়ল, টানাপড়েনের মাঝেও সৌহার্দ্যের বার্তা দিল্লি-ওয়াশিংটনের

এইচ-১বি ভিসা ফি বাড়ল, টানাপড়েনের মাঝেও সৌহার্দ্যের বার্তা দিল্লি-ওয়াশিংটনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদেশ – হঠাৎ ঘোষণায় নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সিদ্ধান্তে একলাফে এইচ-১বি ভিসার খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ মার্কিন ডলার। এতে কেঁপে উঠেছে ভারতীয় প্রযুক্তি খাত, কারণ ভারতই এই ভিসার সবচেয়ে বড় ব্যবহারকারী দেশ। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত সরাসরি বাড়িয়ে দেবে ভারতীয় আইটি সংস্থাগুলির পরিচালন ব্যয়, যা প্রযুক্তি রফতানির ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে।

এই প্রেক্ষাপটেই সোমবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ফাঁকে মুখোমুখি বৈঠকে মিলিত হন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। সাম্প্রতিক ভিসা-সংকট ও বাণিজ্য বিবাদের আবহে এটিই ছিল তাঁদের প্রথম সাক্ষাৎ। আলোচনায় ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

বৈঠকের পর মার্কো রুবিও জানিয়েছেন, ভারতকে ‘গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার’ হিসেবেই দেখে ওয়াশিংটন। তাঁর কথায়, “ভারত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, ওষুধশিল্প কিংবা গুরুত্বপূর্ণ খনিজ— প্রতিটি ক্ষেত্রেই দিল্লির সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও উন্মুক্ত পরিবেশ রক্ষায়ও ভারত অপরিহার্য সহযোগী।”

জয়শঙ্কর জানান, বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে। দুই পক্ষই অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে মজবুত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, অর্থনৈতিক টানাপড়েন থাকলেও কূটনৈতিক সংলাপ থেমে নেই।

উল্লেখ্য, ভিসা ছাড়াও ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক-বিবাদ সম্পর্কের ওপর চাপ বাড়িয়েছে। ভারতীয় পণ্যের ওপর একসময় ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, পরে তা দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হয়। তবে সেপ্টেম্বরে ফের আলোচনার টেবিলে বসে দুই দেশ, আর ভারতের বাণিজ্য মন্ত্রকের দাবি— আলোচনা ইতিবাচক পরিবেশেই এগোচ্ছে।

সব মিলিয়ে বার্তা একটাই— অর্থনৈতিক চাপ যতই থাক, কৌশলগত অংশীদারিত্ব ভাঙতে রাজি নয় দিল্লি ও ওয়াশিংটন। জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে কোয়াড হোক বা নিউ ইয়র্কের বৈঠক— সর্বত্রই পরিষ্কার, দ্বিপাক্ষিক সম্পর্ক এগোচ্ছে টানাপড়েনকে সঙ্গী করেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top