উত্তর দিনাজপুর এইডস সংক্রমিত মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়ছে ইসলামপুর মহকুমায়। ঐ রোগ সংক্রমিত মানুষের সংখ্যা বেশি হলেও প্রায় প্রতিটি ব্লকেই এইডস রোগী রয়েছে বলে জানা গেছে। এরকম পরিস্থিতিতে একেবার পথে নেমে সচেতনতা তৈরির জন্য পদযাত্রা, সেমিনারের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবসে দিনভর নানা ধরনের কর্মসূচি পালন করা হয় রায়গঞ্জে।জেলা এইডস প্রিভেনশনাল কন্ট্রোল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ও ডিস্ট্রিক্ট টিউবারকিউলোসিস অফিসার ডাঃ অমর্ত্য পাল বলেন, ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে সচেতনতার বার্তা পৌঁছে দিতে রায়গঞ্জে অনুষ্ঠিত হল পদযাত্রা। সকালে রায়গঞ্জ রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই পদযাত্রা শুরু হয়।
এতে অংশ নিয়েছিল সরকারি আধিকারিক থেকে স্থানীয় বিভিন্ন বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যান্ড সহযোগে এই পদযাত্রা শেষ হয় ক্যারিটাসে গিয়ে। সেখানে আয়োজিত হয় একটি সেমিনার। গর্ভবতী মহিলা ও সাধারণ মানুষের মধ্যে এইডস রোগ নির্মূলে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এইডস কন্ট্রোল আধিকারিক অমর্ত্য পাল, সুকোমল বাড়ই, প্রসেনজিৎ সেন সহ অন্যান্যরা। উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে পালিত হয়ে আসছে এই দিনটি।
আরও পড়ুন – বিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব এইডস দিবস ২০২২ এর থিম হল ‘সমতা’, অর্থাৎ প্রত্যেক নাগরিককেই টেস্টের আওতায় আনতে হবে এবং গড়ে তুলতে হবে এইচআইভি মুক্ত সমাজ। জানা গিয়েছে, এইচ আইভি আক্রান্তের প্রথম লক্ষ্মণ জ্বর, মাথাব্যথা, ফুসকুড়ি বা গলা ব্যথার মতো সমস্যা। অনেকের ক্ষেত্রে জ্বর, ডায়ারিয়া, হঠাৎ ওজন কমে যাওয়ার মতো উপসর্গও থাকে। এই রোগ নির্মূলে জনগনের মধ্যে সচেতনতা তৈরিই একমাত্র পথ বলে জানালেন বিশিষ্ট সমাজকর্মী প্রসেনজিৎ সেন।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর এইডস সংক্রমিত মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়ছে ইসলামপুর মহকুমায়। ঐ রোগ সংক্রমিত মানুষের সংখ্যা বেশি হলেও প্রায় প্রতিটি ব্লকেই এইডস রোগী রয়েছে বলে জানা গেছে। এরকম পরিস্থিতিতে একেবার পথে নেমে সচেতনতা তৈরির জন্য পদযাত্রা, সেমিনারের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।