বিনোদন – দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও পড়লেন সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের শিকার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পেজে তিনটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তাঁকে দেখা গেছে হলুদ রঙের ডিপ নেক, বডি-হাগিং ওয়ান পিস পোশাকে, সঙ্গে কালো হাই হিল ও বিস্কুট রঙের ব্লেজারে। ছবিগুলি পোস্ট হওয়া মাত্রই প্রশংসার পাশাপাশি নেটিজেনদের একাংশ কটাক্ষের তীর ছুড়তে শুরু করেন। কেউ লেখেন, “এই বুড়া বয়সে আইসা কি শুরু করেছিস!” আবার কেউ বলেন, “নিজের ফটোগ্রাফার বদলে ফেলুন।” একাধিক অশালীন মন্তব্যও করেন অনেকেই।
তবে এই ধরনের মন্তব্যের কোনও জবাব দেননি অভিনেত্রী। অতীতেও নিজের পোশাক বা বয়স নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন জয়া আহসান, কিন্তু কখনও ট্রোলারদের পাল্টা উত্তর দেননি। বরং সবসময় নিজের স্টাইল ও আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে গেছেন তিনি। তাঁর ভক্তরাও এই ব্যাপারে বরাবরই জয়ার পাশে থেকেছেন।
জয়ার পোশাক নিয়ে ট্রোলিং নতুন কিছু নয়। পশ্চিমী পোশাক হোক বা ঐতিহ্যবাহী শাড়ি—প্রতিবারই কিছু কুরুচিকর মন্তব্য উঠে আসে। একবার শাড়ি পরে গরম কফির কাপ হাতে একটি ছবি পোস্ট করলে এক ভক্ত প্রকাশ্যে “উন্মুক্ত পিঠে চুমু খাওয়ার” আবদার করেন। তবুও তিনি এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে কাজ ও জীবন চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ থেকে টলিউড পর্যন্ত তাঁর জনপ্রিয়তা সমান। বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করা এই বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেত্রী এখনও নিজের গ্ল্যামার ও ফ্যাশন সেন্সে টেক্কা দিচ্ছেন নতুন প্রজন্মের তারকাদের।




















