একইসঙ্গে দশ বাচ্চাকে জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন এই মহিলা

একইসঙ্গে দশ বাচ্চাকে জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন এই মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


১০ জুন ২০২১ : দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরের বাসিন্দা ৩৭ বছরের গোসাইম থামারা শিথোল জন্ম দিয়েছেন একইসঙ্গে দশজন সন্তানকে। ৭ পুত্রসন্তান ও ৩ কন্যাসন্তানের। গত মে মাসে মরক্কোর এক হাসপাতালে মালির বাসিন্দা হালিমা সিসে একইসঙ্গে ৯ বাচ্চার জন্ম দিয়েছিলেন।তবে সেই রেকর্ড ও ভাঙলেন এই মহিলা। যখন স্ক্যান করেছিলেন তখন ধরা পড়েছিল ৬ সন্তানের রয়েছে তাঁর গর্ভে। স্ক্যানের সময় ৪ বাচ্চাকে বোঝাই যায়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

শেষমুহূর্তের স্ক্যানে যদিও ধরা পড়েছিল ৬ নয়, ৮ সন্তান রয়েছে গোসাইমের গর্ভে, কিন্তু পরে দেখা যায় ১০ সন্তানের একইসঙ্গে জন্ম দিলেন তিনি।যদিও সৌভাগ্যবশত তাঁর জঠরে থাকা সকল সন্তানই সুস্থ রয়েছে। পাশাপাশি একইসঙ্গে দশ বাচ্চার জন্ম দিয়ে একইসঙ্গে প্রচণ্ড খুশি ও আবেগতাড়িত গোসাইম। বিশ্বরেকর্ড নিয়ে অবশ্য খুব একটা ভাবিত নন তিনি। কারণ, চিকিৎসকরা জানিয়েছেন, একইসঙ্গে দশ বাচ্চা জন্ম নেওয়ার ঘটনা যেমন বিরল, তেমনই তাদের স্বাস্থ্য কেমন থাকবে সেটা পর্যবেক্ষণে রাখাটা বাড়তি প্রয়োজন। প্রসঙ্গত , এখুরহুলেনি মেট্রোপলিটান মিউনিসিপ্যালিটির থেম্বাসিয়া শহরের বাসিন্দা গোসাইমের রয়েছে দুই যমজ সন্তান। তিনি এক রিটেল স্টোরে ম্যানেজারের কাজ করেন। চলতি বছরের শুরুতে অন্তঃস্বত্ত্বা থাকাকালীন সময়ে বেশ সমস্যা পোহাতে হয়েছিল গোসাইমকে। বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। টানা ভুগিয়েছিল পায়ের ব্যথাও। বুক ধড়পড়ানিও মাঝেমধ্যে বেগ দিয়েছিল। যেভাবে ক্রমাগত দীর্ঘসময় অসুস্থ ছিলেন গোসাইম তাতে আসতে চলা সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নও হয়ে পড়েছিলেন তিনি। এমনকি তাদের জীবন নিয়ে গোসাইমের মনে একসময় দানা বেঁধেছিল গভীর আশঙ্কা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top