নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১৮ জুন:- একই দিনে তিন মাসের শিশু সহ পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়ল নদিয়ার নবদ্বীপে। বুধবার গভীর রাতে পাঁচজনকেই কল্যাণী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বাবলারি গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের তিন মাসের শিশু কন্যা সহ একই পরিবারের চারজন এবং একজন নবদ্বীপ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আচার্যপাড়র বাসিন্দা। এরা সকলেই পরিযায়ী শ্রমিক।সূত্র মারফত জানা গেছে বাবলারি গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের তিন মাসের শিশু সহ একই পরিবারের আটজন চলতি মাসের ১৩ তারিখে দিল্লির চন্দনপুরা থেকে এসেছিল। তারা দিল্লিতে সোনারুপার কাজ করত। একই পরিবারের হওয়ায় প্রত্যেকেই বাবলারি গ্রাম পঞ্চায়েতের রামসুন্দর হাই স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারের লেডিস হোস্টেলে ছিল। ১৫ তারিখে ওই কোয়ারেন্টাইনে থাকা ৫৪ জন পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর। বুধবার রাতে তিনমাসের শিশু সহ চারজনের রিপোর্ট পজিটিভ আসে। বুধবার গভীর রাতে তাদেরকে কল্যাণী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন মাস বয়সের ওই শিশুর রিপোর্ট পজিটিভ এবং মায়ের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শিশুটির চিকিৎসার জন্য তার মা কেও হাসপাতালে যেতে হয়। অন্যদিকে নবদ্বীপ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আচার্যপাড়ার বছর ৫৩ বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি।তিনি মুম্বাই থেকে চলতি মাসের ১৩ তারিখ বাড়ি ফিরে আসেন। ওই ব্যক্তি যুব আবাস কোয়ারেন্টাইন সেন্টারের হল ঘরে একাই ছিল। ১৫ তারিখে তারও লালারস সংগ্রহ করা হয়। ১৭ তারিখে তার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার গভীর রাতে কল্যাণী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে নবদ্বীপ পুর এলাকায় চারজন এবং ব্লকে ছয়জন মোট ১০ করোনা আক্রান্ত হয়। তবে ইতিমধ্যে এক মহিলা সহ দুজন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।
একই দিনে তিন মাসের শিশু সহ পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়ল নদিয়ার নবদ্বীপে।
একই দিনে তিন মাসের শিশু সহ পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়ল নদিয়ার নবদ্বীপে।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram