একই পরিবারের চার খুনে ‘কিলার’ আশিফকে ফাঁসির সাজা!

একই পরিবারের চার খুনে ‘কিলার’ আশিফকে ফাঁসির সাজা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – মালদহের কালিয়াচকে ২০২১ সালের এক নৃশংস খুনের ঘটনার রায় দিল জেলা আদালত। একসঙ্গে একই পরিবারের চারজনকে ঠান্ডা মাথায় খুন করে মাটিচাপা দেওয়ার অপরাধে শনিবার জেলা মুখ্য দায়রা বিচারক শুভায়ু ব্যানার্জি অভিযুক্ত মহম্মদ আশিফকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার ১১০ দিন পর তদন্তে উঠে আসে মর্মান্তিক তথ্য। জানা যায়, ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা, মা, বোন, ও ঠাকুমাকে অচৈতন্য করে শ্বাসরোধে হত্যা করে আশিফ। মৃতদেহগুলি বাড়ির গোডাউনের মেঝের নিচে পুঁতে রেখে সিমেন্টে ঢেকে দেয় সে।দাদা আরিফের জ্ঞান ফিরে এলে সে পালিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ পরে আশিফকে গ্রেপ্তার করে এবং চারটি মৃতদেহ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। আদালত IPC-র ২০১, ৩০২ ও ৩০৭ ধারায় আশিফকে দোষী সাব্যস্ত করে জানায়, এই অপরাধ ‘বিরলতম’ ও সমাজের জন্য হুমকি।সরকারি আইনজীবী দিবস চট্টোপাধ্যায়ের কথায়, “এটি জঘন্যতম অপরাধ। তাই কিল ডেথের সাজাই একমাত্র উপযুক্ত।” অপরদিকে, জেলা আইনি সহায়তার আইনজীবী জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। নিহতদের আত্মীয় মরতুজ আলি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এই রায়েই খুশি, আর কোথাও যাব না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top