উত্তর 24 পরগণা – নিউটাউনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে নেমে এল নাবালিকা ধর্ষণের কালো ছায়া। একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী টোটো চালকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রূপমারি পঞ্চায়েতের কুমিরমারি এলাকায়। অভিযোগ, বাড়ির বাইরে খেলা করছিল দুই নাবালিকা। সেই সময় প্রতিবেশী যুবক তাদের ফুঁসলিয়ে টোটোতে করে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানেই তাদের ধর্ষণ করে।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা দুই নাবালিকাকে নগ্ন অবস্থায় বাগানে উদ্ধার করেন। অভিযুক্ত টোটো চালক এরপর থেকেই পলাতক ছিল।
পরিবারের পক্ষ থেকে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে, তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গতকাল রাতে গ্রেপ্তার করে।
আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে ৭ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। জানা গেছে, পুলিশি হেফাজতে রেখে অভিযুক্তের টিআই প্যারেড (Test Identification Parade) করাতে চায় পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে তীব্র উত্তেজনা।
