একই পরিবারে কোভিড-১৯ পজিটিভ মিলল ৩১ জন সদস্যের শরীরে

একই পরিবারে কোভিড-১৯ পজিটিভ মিলল ৩১ জন সদস্যের শরীরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯ এপ্রিল, দিল্লিতে একই পরিবারে কোভিড-১৯ পজিটিভ মিলল ৩১ জন সদস্যের শরীরে। খবরটি সামনে আসতেই ডাক্তাররাও বেশ চিন্তিত হয়ে পরে।গোটা পরিবারে নেমে এসেছে আশঙ্কার ঝড়।আক্রান্তের মধ্যে শিশুও রয়েছেন।উত্তর দিল্লির জাহাঙ্গিরপুরীর বাসিন্দা তাঁরা।ইতিমধ্যে তাঁদের নারেলার স্বেচ্ছা-আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক।

জানা যায়, ওই পরিবারের এক সদস্য আগেই করোনাতে মারা যান।যদিও তিনি মারা যাওয়ার পর অর্থাৎ তাঁর মৃত্যুর ২ দিন পর ১০ তারিখ রিপোর্টে জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন।তারপর গত পরশু, মৃতার পরিবারের ২৬ সদস্যের নমুনা পরীক্ষা পজিটিভ আসে ও শনিবার আরও পাঁচ জনের রিপোর্টে পজেটিভ আসে।সবচেয়ে বেশি চিন্তার বিষয় পরিবারের কারোর করোনার কোনও উপসর্গ ছিল না।তাদের এলাকা ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যের সঙ্গে সংস্পর্শে এসেছেন আরও ৬৪ জনের খোঁজ মিলেছে।তাদের নমুনা পরীক্ষা করলে ৩১ জনের পজেটিভ আসে।সোশ্যাল ডিস্টেন্স না মেনে বাইরে বেরোনোর ফলেই এরূপ পরিস্থিতি তৈরী হয়েছে।সরকার এতবার সচেতন করার পরও মানুষ সতর্ক হচ্ছে না, আর তাঁর ফলেই এরূপ সংক্রমণ বেড়ে চলেছে বলে দাবি করেন দিল্লির শীর্ষ প্রশাসনিক আধিকারিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top