একই বাড়িতে চারজন খুন। একই বাড়িতে খুন করা হয়েছে চারজনকে। এই রোমহর্সক ঘটনা ত্রিপুরা রাজ্যের কমলপুর মহকুমার দুরাই শিব বাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে। খুনি ওই একই পরিবারের নাবালক নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্র। খুন হওয়া চারজন হলেন বাদল দেবনাথ (৭০) দাদু, সুমিতা দেবনাথ( ৩২) মা, সুপর্না দেবনাথ (১০) বোন,এবং রেখা দেব(৪২) নিকট আত্মীয়। ঘটনা শনিবার বিকাল থেকে রাতের মধ্যে। বাড়ির ঘরের সামনে একটি লাশ পরে আছে।
এই খবর পেয়ে পুলিশ রাত এগারটা নাগাদ ঘটনাস্হলে যায়। গিয়ে বাড়ির মধ্যেই একটি বড় গর্ত থেকে আরও তিন জনের লাশ উদ্ধার করে। কেন খুন? কিভাবে খুন? এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা? এখনো কিছু জানা যায়নি। পুলিশ নাবালক খুনিকে আটক করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিক এই রোমহর্ষক ঘটনা জানাজানি হোতেই গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন – হস্টেলে ফি বৃদ্ধির প্রতিবাদে ঘেরাও প্রেসিডেন্সির ডিন
উল্লেখ্য, একই বাড়িতে খুন করা হয়েছে চারজনকে। এই রোমহর্সক ঘটনা ত্রিপুরা রাজ্যের কমলপুর মহকুমার দুরাই শিব বাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে। খুনি ওই একই পরিবারের নাবালক নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্র। খুন হওয়া চারজন হলেন বাদল দেবনাথ (৭০) দাদু, সুমিতা দেবনাথ( ৩২) মা, সুপর্না দেবনাথ (১০) বোন,এবং রেখা দেব(৪২) নিকট আত্মীয়। ঘটনা শনিবার বিকাল থেকে রাতের মধ্যে। বাড়ির ঘরের সামনে একটি লাশ পরে আছে।
এই খবর পেয়ে পুলিশ রাত এগারটা নাগাদ ঘটনাস্হলে যায়। গিয়ে বাড়ির মধ্যেই একটি বড় গর্ত থেকে আরও তিন জনের লাশ উদ্ধার করে। কেন খুন? কিভাবে খুন? এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা? এখনো কিছু জানা যায়নি। পুলিশ নাবালক খুনিকে আটক করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিক এই রোমহর্ষক ঘটনা জানাজানি হোতেই গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।