একই দিনে একই সময়ে তৃণমূলের ২টি দলীয় সভা ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, সভার পর একটি সভাকে অবৈধ ঘোষনা তৃণমূলের জেলা সভাপতির, সেই সঙ্গে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে কাছে অভিযোগ দায়ের। উল্লেখ যে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রবীন্দ্র ভবনে ছিল তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যে সভায় তপন ব্লকের তৃণমূল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায়।
অপরদিকে ঐ সভাস্থল থেকে মাত্র ১ কিলোমিটারের মধ্যে অন্য আরও একটি সভা অনুষ্ঠিত হয়। যে সভায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঐ সভা চলাকালীন সভায় উপস্থিত কলকাতা থেকে আগত স্বপন ব্যানার্জি নামের এক ব্যক্তি নিজেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ দাবী করে নাম না করে জেলার বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্বল বসাক-এর দিকে ইঙ্গিত করে বলেন যাদের পায়ের তলায় জমি নেই যারা শিক্ষক সংগঠন চালাতে পারে না, যারা সামান্য কথা বলতে পারে না, যারা মানুষের মন জয় করতে পারে না আমরা মনে করি তারা তৃণমূল কংগ্রেস করার যোগ্য নয়।
আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম
তিনি এও বলেন আগামীদিনে এই জেলার যিনি দায়িত্বভার গ্রহণ করবেন এবং যিনি এই জেলাকে নেতৃত্ব দেবেন তার নাম আর কেউ না তিনি প্রশান্ত মিত্র। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম কারন আলোচনা যেখানে হয় সেখানে আমিও ছিলাম। পাশাপাশি তিনি এও দাবী করেন তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নাকি তাকে পরিস্কার করে বলে দিয়েছেন এবং এটি নাকি শুধু সাংবাদিক বৈঠক করে বলার অপেক্ষা। যার পর জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অন্দর মহলে তোলপাড় পড়ে যায়। ঘটনার পর বুধবার দুপুরে বালুরঘাটে নিজের বাসভবনে তৃণমূলের জেলা সভাপতি উজ্বল বসাক সাংবাদিক বৈঠক ডেকে সাফ জানিয়ে দেন ঐ সভাটি অবৈধ।
শুধু তাই নয় তিনি এও দাবী করে বলেন কলকাতায় বার্তা পাঠিয়ে তারা জেনেছেন স্বপন ব্যানার্জি নামের লোকটি তাদের দলের সঙ্গে যুক্ত নন। তিনি জানান স্বপন ব্যানার্জির বিরুদ্ধে তারা পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন। একইসাথে তিনি এদিনের সাংবাদিক বৈঠকে বলেন অবৈধ সভায় উপস্থিতদের প্রতি দল নজর রাখছে, একটা সৎ উদ্দেশ্যে যারা দলের ক্ষতি করার চেষ্টা করছেন তাদের দল বরদাস্ত করবে না। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা কমিটির বৈঠক ডেকেছে।