একটানা প্রবল বর্ষনে বন্যা পরিস্থিতি উত্তর দিনাজপুরে

একটানা প্রবল বর্ষনে বন্যা পরিস্থিতি উত্তর দিনাজপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাত,উত্তর দিনাজপুর,১৭ ই জুলাই : প্রবল জলস্রোতে রাস্তা কেটে যাওয়ায় প্রায় ২০ টি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট গ্রামগুলির হাজার হাজার বাসিন্দা। বন্যার জলে প্লাবিত হয়ে এমনই অবস্থা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ ব্লকের নিজামপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের মির্জাপুরে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ব্যাবস্থা করায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে*।

 

একটানা প্রবল বর্ষনে নদীগুলির জল বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ও ২ নম্বর ব্লকে। ২০১৭ সালের বন্যায় গোয়ালপোখর ২ নম্বর ব্লকের নিজামপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের মির্জাপুর এলাকার রাস্তার কালভার্টটি ভেঙে পড়েছিল। সেই মাটির রাস্তা এবারে জলের স্রোতে ভেঙে চলে যায়। এরফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম সমস্যায় পড়েছেন মির্জাতপুর, সুখখর, হাজীপুর, ডেংরা, বেরান, জমিরাসহ একাধিক গ্রামের সাধারন মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা। এইসব গ্রামের মানুষকে কাজে কানকি আসতে হলে চাকুলিয়া হয়ে ৩০ কিলোমিটার রাস্তা ঘুরপথে আসতে হচ্ছে। বন্ধ হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়া। সংশ্লিষ্ট গ্রামের ছাত্রছাত্রীরা রামকৃষ্ণপুর হাইস্কুল, নিজামপুর হাইস্কুল, ও কানকি হাইস্কুলে পড়াশুনা করে। রাস্তা জলের স্রোতে ভেঙে চলে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছেনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৭ সালের বন্যাতে এই রাস্তার উপরে থাকা কালভার্টটি ভেঙে পড়েছিল। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ওই রাস্তায় কোনও কালভার্টের ব্যাবস্থা করা হয়নি। ফলে বারবার মাটি দিয়ে রাস্তা তৈরি করলেও জলের তোড়ে তা ভেঙে চলে যাচ্ছে। বর্তমানে রাস্তার মাটি কেটে বিশাল খাল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top