একটি কিশোর কে উদ্ধার করলো জিআরপি । উত্তরপ্রদেশ থেকে কোন ভাবে চলে আসা একটি কিশোর কে উদ্ধার করল রানাঘাট জিআরপি। জানা যায় উদ্ধার হওয়া শিশুর নাম সত্যম কুমার বয়স 14 বছর। ঘটনার বিবরণে জানা যায় উত্তরপ্রদেশের কোশাম্বি থানার বাসিন্দা সত্যম কুমার মাসির বাড়ি এলাহাবাদ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে কিন্তু কোনভাবে এক ব্যক্তির খপ্পরে পড়ে যায় সে। অসৎ উদ্দেশ্যেই সেই ব্যক্তি কিশোর সঙ্গ দেয় বলে সূত্রের খবর। এরপর কোনভাবে কিশোর তার হাত ছাড়িয়ে ট্রেনে করে কোন ভাবে রানাঘাট স্টেশনে চলে আসে।
সেখানেই রানাঘাট জিআরপি ওই কিশোরটিকে উদ্ধার করে চাইল্ড আইনের হাতে তুলে দেয়। কিশোররের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চারদিন হলো বাড়ি থেকে বেরিয়েছে সে। বর্তমানে কিশোরটিকে নদীয়া জেলা CWC বোর্ডের কাছে পেশ করবে চাইল্ড লাইন।এই বোর্ডই ঠিক করবে কিশোর এখন কোথায় থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোররের বয়ান শুনে তার বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন – রসায়ন গবেষণায় সাফল্য দাঁতনের মিলন প্রামাণিকের!
উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে কোন ভাবে চলে আসা একটি কিশোর কে উদ্ধার করল রানাঘাট জিআরপি। জানা যায় উদ্ধার হওয়া শিশুর নাম সত্যম কুমার বয়স 14 বছর। ঘটনার বিবরণে জানা যায় উত্তরপ্রদেশের কোশাম্বি থানার বাসিন্দা সত্যম কুমার মাসির বাড়ি এলাহাবাদ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে কিন্তু কোনভাবে এক ব্যক্তির খপ্পরে পড়ে যায় সে। অসৎ উদ্দেশ্যেই সেই ব্যক্তি কিশোর সঙ্গ দেয় বলে সূত্রের খবর। এরপর কোনভাবে কিশোর তার হাত ছাড়িয়ে ট্রেনে করে কোন ভাবে রানাঘাট স্টেশনে চলে আসে।
সেখানেই রানাঘাট জিআরপি ওই কিশোরটিকে উদ্ধার করে চাইল্ড আইনের হাতে তুলে দেয়। কিশোররের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চারদিন হলো বাড়ি থেকে বেরিয়েছে সে। বর্তমানে কিশোরটিকে নদীয়া জেলা CWC বোর্ডের কাছে পেশ করবে চাইল্ড লাইন।এই বোর্ডই ঠিক করবে কিশোর এখন কোথায় থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোররের বয়ান শুনে তার বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।