বেশিরভাগ মানুষই প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকে বেছে নেন৷ কিন্তু তা বলে সব প্রেমই যে পরিণতি পায়, তা ভাবা কিন্তু ঠিক নয়৷ সমীক্ষা বলছে প্রেমের গাড়ি দুরন্ত গতিতে ছোটার পরিবর্তে নাকি থেমে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি৷ শুধুমাত্র ভাল খাবার খাওয়ার জন্য এক তৃতীয়াংশ মহিলাই নাকি প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকে বেছে নেন৷
আজুসা প্যাসিফিক ইউনির্ভাসিটির তরফে ৮২০জন তরুণীকে নিয়ে একটি সমীক্ষা করা হয়৷ বেশ কয়েকটি প্রশ্নও তৈরি করেছিলেন গবেষকরা৷ প্রথম সাক্ষাতের জন্য কেন রেস্তরাঁকে বেছে নেওয়া হয়, মূলত সেই প্রশ্নই করা হয় তরুণীদের৷ সেই ডেটিংয়ের কথাও হয়তো ভুলে গিয়েছেন৷ কিন্তু খাবার কিংবা রেস্তরাঁর কথা ভুলতে পারেননি আজও৷
আরও নিশ্চিত হতে ৩৫৭ জন মহিলাকে নিয়ে পৃথক একটি সমীক্ষা করা হয়৷ তাতেও কিন্তু উত্তর আসে প্রায় একইরকম৷ যে মানুষটির জন্য খরচ করছেন তিনি আদৌ মন বিনিময়ের জন্যই রেস্তরাঁয় গিয়েছেন নাকি ভাল খাবার খাওয়াই তাঁর লক্ষ্য৷
একটি সমীক্ষা বলেছে ফ্রিতে খাবার খেতেই রেস্তরাঁয় ডেটিংয়ে যান অধিকাংশ তরুণী!
একটি সমীক্ষা বলেছে ফ্রিতে খাবার খেতেই রেস্তরাঁয় ডেটিংয়ে যান অধিকাংশ তরুণী!
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram