একদিকে ‘পরিচয়’ আর অন্যদিকে, ‘প্রবাহ’– এই দুই ছবিতে ফুটে উঠেছে তিন কন্যার জীবনের লড়াই। ‘পরিচয়’ ছবিটিতে শ্রেয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। শ্রেয়া একজন সেক্স ওয়ার্কার। একদিকে নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াই। আর তার জন্য়ই যৌনকর্মীর পেশায় আসা। অন্যদিকে আর এক নারীর স্বামীর সঙ্গে বন্দি জীবন। সেখানে হাঁসফাঁস করতে থাকা জীবন। অনুরাধার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে।
তিনি একজন গৃহবধূ। দুই মেরুতে থাকা দুই নারী অনুরাধা আর শ্রেয়া। । তাঁদের বেড়ে ওঠা, প্রতিদিনের জীবনযাপন। পায়ের তলার মাটি খোঁজার চেষ্টা। দুজনেই দুজনকে চেনে কলেজ জীবন থেকে। তার পর সময়ের হাত ধরে জীবনের প্রবহমানতায় ভেসে যাওয়া। এই দুই বন্ধুর একদিন হঠাৎ দেখা হয়ে যায়। দুজনেই মেতে ওঠে কলেজে কাটানো মুহূর্তগুলোর গল্পে। এরপরই শুরু হয় আসল গল্প। এক বন্ধু জানতে পারে তার সহচরী এখন একজন যৌনকর্মী। এবং এই পরিচয়ে সে যথেষ্ট খুশি। জীবনের লড়াই লড়তে গিয়েই তার বন্ধু বেছে নিয়েছে এই পথ। ফিরে পেয়েছে তার পায়ের তলার মাটি। নিজের কাজ নিয়ে কোনও রাখঢাক করতে চায় না শ্রেয়া।
বরং নিজের পায়ে দাঁড়াতে পেরে সে খুঁজে পেয়েছে তার পরিচয়। অনুরাধা গৃহবধূ। আপাত দৃষ্টিতে দেখলে সে সুখী। কিন্তু তার সুখী জীবনের গভীরে যে অন্ধকার তা আরও বেশি প্রকট হয়ে ওঠে শ্রেয়ার স্বাধীন জীবনের গল্পে। দুই বান্ধবীর পরিচয় প্রতিষ্ঠার গল্প নিয়েই এই ছবি। পরিচালক প্রমিতা ভৌমিকের পরিচালনায় এই ছবি ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। পুরস্কৃত হয়েছে প্যারিস ফিল্ম ফেস্টিভ্যাল, মাদ্রাজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে।
শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেয়েছে ইন্টারন্যাশনাল গোল্ডেন মিরর ও ইস্তানবুল ফিল্ম ফেস্টিভ্যালে। অন্যদিকে, প্রমিতা ভৌমিকের আরও একটি গল্প ‘প্রবাহ’ একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ছবিতে মৃন্ময়ীর চরিত্রে অভিনয় করছেন মাধবী মুখোপাধ্যায়। ছবিটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। ছবিটির গল্প বেশ আধুনিক। বাস্তবের সাথে এর যথেষ্ট মিল রয়েছে। এই ছবি বর্তমানের কথা বলে।
যেখানে করোনায় প্রিয়জনকে হারানোর হাহাকার রযেছে। যন্ত্রণা রয়েছে আর রয়েছে সেই যন্ত্রণা থেকে উত্তরণের পথ। করোনার প্রভাব আমদের চেনা ছকের জীবনকে একেবারে বদলে দিয়েছে। গত দুবছরে শরীর ও মনের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়েছে আমাদের। অতিমারীতে অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন। একা হয়ে গিয়েছেন। তাই প্রবাহ শুধু মৃন্ময়ীর নয়, আমাদেরও জীবনের গল্প।