একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ভোট নিয়ে ভোট তো কিছু জায়গায় হয়ে গিয়েছে। আজকে আমাদের এখানে পার্বত্য পরিষদের ভোট। ত্রিপুরা ভোটের রেজাল্ট আজকে। ভারতবর্ষে সারাবছর ধরে ভোট চলতে থাকে। মল্লিক বাজার আই এন কে তে রোগী মৃত্যু দুখঃজনক ঘটনা। আমার প্রশ্ন মানুষটা ওখানে গেলো কিভাবে। যাদের মানসিক অবস্থা ঠিক নেই তারা কি করবে কেউ জানে না। তাঁদের সম্বন্ধে সতর্ক থাকা উচিত। সেরকম ব্যবস্থা ঠিক রাখা উচিত এইধরণের ঘটনা যাতে না ঘটে। যখন চলে গেছে এটা আশা ছিল না এরকম ঘটনা ঘটবে।

 

দুর্ভাগ্য জনক ওখানে যারা কেয়ার টেকার আছেন যাদের দেখার কথা আছে। তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না। তারা বাড়িতে থেকেও তো গাড়ি চাপা পরে মারা যেতে পারতো ওখানে যারা দায়িত্বে ছিলেন তাঁদের সতর্ক করা উচিত শাস্তি দেওয়া উচিত। উড়িষ্যা যাওয়া নিয়ে পার্টি আমাকে যে কাজ দিয়েছে ৬ প্রদেশের কাজ দিয়েছে। সেটা আমি দেখছি। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। সেইজন্য আমার প্রথম উড়িষ্যা সফর। একদিনের সফরে যাচ্ছি। বাকি আসাম ত্রিপুরা আন্দামান যাবো।

আরও পড়ুন – বোনের প্রেমিক সন্দেহ? খুনের চেষ্টা যুবককে গ্রেপ্তার সেনা কর্মী

উল্লেখ্য, ভোট নিয়ে ভোট তো কিছু জায়গায় হয়ে গিয়েছে। আজকে আমাদের এখানে পার্বত্য পরিষদের ভোট। ত্রিপুরা ভোটের রেজাল্ট আজকে। ভারতবর্ষে সারাবছর ধরে ভোট চলতে থাকে। মল্লিক বাজার আই এন কে তে রোগী মৃত্যু দুখঃজনক ঘটনা। আমার প্রশ্ন মানুষটা ওখানে গেলো কিভাবে। যাদের মানসিক অবস্থা ঠিক নেই তারা কি করবে কেউ জানে না। তাঁদের সম্বন্ধে সতর্ক থাকা উচিত। সেরকম ব্যবস্থা ঠিক রাখা উচিত এইধরণের ঘটনা যাতে না ঘটে। যখন চলে গেছে এটা আশা ছিল না এরকম ঘটনা ঘটবে।

 

দুর্ভাগ্য জনক ওখানে যারা কেয়ার টেকার আছেন যাদের দেখার কথা আছে। তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না। তারা বাড়িতে থেকেও তো গাড়ি চাপা পরে মারা যেতে পারতো ওখানে যারা দায়িত্বে ছিলেন তাঁদের সতর্ক করা উচিত শাস্তি দেওয়া উচিত। উড়িষ্যা যাওয়া নিয়ে পার্টি আমাকে যে কাজ দিয়েছে ৬ প্রদেশের কাজ দিয়েছে। সেটা আমি দেখছি। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। সেইজন্য আমার প্রথম উড়িষ্যা সফর। একদিনের সফরে যাচ্ছি। বাকি আসাম ত্রিপুরা আন্দামান যাবো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top