একমাসে ছয়বার ভালুকের দেখা আলিপুরদুয়ারের চা বলয়ে। ফের লোকালয়ে ভালুকের দেখা মেলায় ভয়ে শনিবার রাত থেকে ঘরবন্দী নিউল্যান্ডস চা বাগানের স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্যে দিবালোকে লোকালয়ে ফের হিমালয়ান ব্ল্যাক বিয়ারের দেখা।কখনও চা বাগান আবার কখনো লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে পূর্ণ বয়স্ক হিমালয়ান ব্ল্যাক বিয়ারটি।এই নিয়ে গত একমাসে আলিপুরদুয়ার জেলায় ছয়বার দেখা মিললো বিরল প্রজাতির এই প্রাণীটির।
এর মধ্যে আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম ব্লকেই চারবার দেখা মিলেছে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা শহর সংলগ্ন মাঝেরডাবরি চা বাগানে প্রথম হিমালয়ান ব্ল্যাক বিয়ারের দেখা মেলে।এরপর আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হিমালয়ান ব্ল্যাক বিয়ারের দেখা পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকেই কুমারগ্রামের নিউল্যান্ডস এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই হিমালয়ান ব্ল্যাক বিয়ারটি।যদিও রবিবার দুপুর পর্যন্ত ভালুকটিকে খাঁচা বন্দী করতে পারেনি বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা।তবে ভালুকটি যাতে বাগান শ্রমিকদের কোনও ধরনের ক্ষতি করতে না পারে কিংবা স্থানীয় বাসিন্দারা যাতে বিরল প্রজাতির এই প্রাণীটির কোনও ক্ষতি না করতে পারে সে কারণে বনকর্মীরা দিনরাত বাগানে এবং জনবসতি এলাকায় টহল দিচ্ছে।
এদিকে ফের কুমারগ্রামে ভালুকের দেখা মেলায় কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগান এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।কুমারগ্রামের লোকালয়ে ভালুকের দেখা মিলতেই নিজেদের ঘরবন্দী করে ফেলেছেন নিউল্যান্ডস চা বাগানের মানুষ।ঘটনাস্থলে ভালুকের গতিবিধির উপর নজরদারি করেছে কুমারগ্রাম থানার পুলিশ ও বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা।
আরও পড়ুন – মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি মহাযজ্ঞ
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর কুমারগ্রাম চা-বাগানে একটি ভালুক দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। যদিও পরে সেটির আর দেখা মেলেনি। এর আগে গত ২৯ নভেম্বর ধুমপাড়াঘাট থেকে একটি ভালুক উদ্ধার হয়েছিল। এরপর গত ২ ডিসেম্বর কুমারগ্রামের অমরপুর থেকে আরেকটি ভালুক উদ্ধার হয়। এদিন নিউল্যান্ডস চা-বাগানে একটি ভালুক দেখতে পান স্থানীয়রা।এরপরেই তাঁরা স্থানীয় কুমারগ্রাম রেঞ্জ অফিসে বিষয়টি জানান।
সাথে সাথেই ঘটনাস্থলে হাজির হয় কুমারগ্রাম রেঞ্জ অফিসের কর্মীরা। বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদের বনকর্মীরা ওই এলাকায় গতকাল থেকেই টহল দিচ্ছে।আমাদের সন্দেহ চা বাগানের মধ্যে কোনও যায়গায় সেটি লুকিয়ে আছে।আমরা ভালুকটিকে খাঁচা বন্দী করার চেষ্টা করছি।