বিনোদন – দুর্গাপুজোর মহাষ্টমী এবারে বিশেষ হয়ে উঠল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর জন্য। মাস চারেক আগে পুত্রসন্তানের জন্মের পর এটাই তাঁদের ছেলের প্রথম পুজো। আদরের ছেলের নাম রাখা হয়েছে নিষাদ (ডাকনাম নডি)—যার অর্থ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সপ্তম সুর এবং এক অর্থে ‘যাকে দুঃখ ছুঁতে পারে না’।
চতুর্থীর দিন ছেলের মুখ প্রকাশ্যে আনার পর অষ্টমীতে ফের প্রকাশ্যে এল নডির নতুন ছবি। বাবা-মায়ের সঙ্গে মিলিয়ে নডির পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। সেই মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করে শেয়ার করেছেন পরম-পিয়া।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির ক্যাপশনে আবেগঘন পরমব্রত লিখেছেন—
“আমাদের তিনজনের একসঙ্গে মহাষ্টমীর অঞ্জলি এই প্রথমবার। মামার বাড়ির পাড়ায়, যেখানে বড় হয়েছি, বালিগঞ্জ স্টেশন রোডে… প্রতি বছর এখানেই ফিরে আসি। বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নডি বাবুর এই বার প্রথম আসা।”
ছোট্ট নডিকে ঘিরে তারকা দম্পতির এই প্রথম অষ্টমী মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন পরিবারটিকে।
