একশো দিনের কাজের মজুরি পাচ্ছেনা কাজ সুনিশ্চিত করার দাবিতে স্মারকলিপি বিডিওকে। সারা ভারত কিষান ক্ষেতমজুর সমিতির নেতৃত্বে বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক দাউদ গাজীর নেতৃত্বে,কয়েকশো বুকে ও হাতে ফেস্টুন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এদিন বসিরহাট এক নম্বর ব্লকের মূল প্রাঙ্গণে এক দিকে অবস্থান বিক্ষোভ ও বিডিওর কাছে স্মারকলিপি দেন।
বিশেষ তাৎপর্যপূর্ণ হলো মহিলাদের, জব কার্ড হোল্ডার শ্রমিকদের দাবি দীর্ঘ সাত মাস তারা ১০০,দিনের কাজের টাকা পাচ্ছেন না। সেগুলো খুব দ্রুত দিতে হবে পাশাপাশি ইতিমধ্যে একশো দিনের কাজের সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি স্যারের দাম কালোবাজারি হচ্ছে ব্যবসায়ী ও ফরে দালালরা, খুব দ্রুত সেগুলো সমাধান করতে হবে। অন্যদিকে ভূমি রাজস্ব দপ্তর এ ঘুঘুর বাসা তৈরি হয়েছে।, উপভোক্তাদের কাছ থেকে জমির পাট্টা অতিরিক্ত অর্থ নিচ্ছেন, সেগুলো দেখতে হবে।
ইতিমধ্যে সম্প্রতিককালে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা ১০০,দিনের কাজের সঙ্গে যুক্ত সেইসব উপভোক্তাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের তাদের কাজে লাগানো হবে। তাই কত দিনের মধ্যে এটা বাস্তবায়িত হবে সেটা সময় বলবে । শ্রমিকরা তাদের একদিনের মজুরি না পাওয়ায় তাদের একদিকে সংসারজীবন অন্যদিকে দৈনন্দিন জীবনে খুব দুর্বিষহ মধ্যে দিন কাটাতে হচ্ছে।সব মিলিয়ে দ্রুত এই সমাধান হোক তারা চাইছেন।
আরও পড়ুন – আজ আপনার খবারের টেবিল সেজে উঠুক আরবীয় খাবার ‘খেবসা’ দিয়ে
উল্লেখ্য, একশো দিনের কাজের মজুরি পাচ্ছেনা কাজ সুনিশ্চিত করার দাবিতে স্মারকলিপি বিডিওকে। সারা ভারত কিষান ক্ষেতমজুর সমিতির নেতৃত্বে বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক দাউদ গাজীর নেতৃত্বে,কয়েকশো বুকে ও হাতে ফেস্টুন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এদিন বসিরহাট এক নম্বর ব্লকের মূল প্রাঙ্গণে এক দিকে অবস্থান বিক্ষোভ ও বিডিওর কাছে স্মারকলিপি দেন।
বিশেষ তাৎপর্যপূর্ণ হলো মহিলাদের, জব কার্ড হোল্ডার শ্রমিকদের দাবি দীর্ঘ সাত মাস তারা ১০০,দিনের কাজের টাকা পাচ্ছেন না। সেগুলো খুব দ্রুত দিতে হবে পাশাপাশি ইতিমধ্যে একশো দিনের কাজের সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি স্যারের দাম কালোবাজারি হচ্ছে ব্যবসায়ী ও ফরে দালালরা, খুব দ্রুত সেগুলো সমাধান করতে হবে। অন্যদিকে ভূমি রাজস্ব দপ্তর এ ঘুঘুর বাসা তৈরি হয়েছে।, উপভোক্তাদের কাছ থেকে জমির পাট্টা অতিরিক্ত অর্থ নিচ্ছেন, সেগুলো দেখতে হবে।