একসপ্তাহের মধ্যেই ফের সকেটবোমা উদ্ধার আউশগ্রামে

একসপ্তাহের মধ্যেই ফের সকেটবোমা উদ্ধার আউশগ্রামে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

একসপ্তাহের মধ্যেই ফের সকেটবোমা উদ্ধার হল পূর্ববর্ধমানের আউশগ্রামে।শনিবার আউশগ্রামের বটগ্রাম ও উক্তা গ্রামের মাঠে বোমা উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ এলাকা ঘিরে রাছে। এদিন সকালে আবুল কালাম আজাদ নামে একজন চাষী মাঠে চাষ দিতে গিয়ে জমিতে পড়ে থাকতে দেখেন বেশ কয়েকটি বোমা।তিনিই গ্রামে খবর দেন গ্রামে।

 

আউশগ্রামে চাষের জমিতে বার বার বোমা উদ্ধার হওয়ায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত। মাঠে চাষের কাজ করতে ভয় পাচ্ছেন কৃষকরা। জমিতে চাষ দেওয়ার সময় ট্রাকটরের ফালে এদিন উঠে আসে বেশকয়েকটি সকেটবোমা। আউশগ্রামের বটগ্রামের কাছে একসপ্তাহ আগে মাঠে পড়ে থাকা বোমা ফেটে হাত উড়ে গিয়েছিল এক কৃষকের। শনিবার ফের ওই একই মাঠে বোমা দেখতে পাওয়ার পর চাষের কাজ সাময়িক বন্ধ রেখেছেন এলাকার বাসিন্দারা ।

আরও পড়ুন – একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

উল্লেখ্য, একসপ্তাহের মধ্যেই ফের সকেটবোমা উদ্ধার হল পূর্ববর্ধমানের আউশগ্রামে।শনিবার আউশগ্রামের বটগ্রাম ও উক্তা গ্রামের মাঠে বোমা উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ এলাকা ঘিরে রাছে।

 

এদিন সকালে আবুল কালাম আজাদ নামে একজন চাষী মাঠে চাষ দিতে গিয়ে জমিতে পড়ে থাকতে দেখেন বেশ কয়েকটি বোমা।তিনিই গ্রামে খবর দেন গ্রামে। আউশগ্রামে চাষের জমিতে বার বার বোমা উদ্ধার হওয়ায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত। মাঠে চাষের কাজ করতে ভয় পাচ্ছেন কৃষকরা। জমিতে চাষ দেওয়ার সময় ট্রাকটরের ফালে এদিন উঠে আসে বেশকয়েকটি সকেটবোমা। আউশগ্রামের বটগ্রামের কাছে একসপ্তাহ আগে মাঠে পড়ে থাকা বোমা ফেটে হাত উড়ে গিয়েছিল এক কৃষকের। শনিবার ফের ওই একই মাঠে বোমা দেখতে পাওয়ার পর চাষের কাজ সাময়িক বন্ধ রেখেছেন এলাকার বাসিন্দারা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top