মুর্শিদাবাদ- হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের রায়ে শুধু চাকরি হারা শিক্ষক শিক্ষিকা বা তাদের পরিবার পরিজনই নয়, আজকের দিনে বিদ্যালয়ে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়লো ছাত্রছাত্রীরাও। কারণ- একসাথে এদিন ফরাক্কার অর্জুনপুর হাইস্কুল থেকে বিদায় নিচ্ছেন মোট ৩৬ জন শিক্ষক ও শিক্ষিকা। যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। এমতো অবস্থায় একদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথায়- এতোদিন যেখানে ৬৭ জন শিক্ষক, শিক্ষিকা নিয়ে চলছিলো স্কুল। সেখান থেকে প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের সরিয়ে দেওয়া হলে রীতিমতো সমস্যা দেখা দেবে সুষ্ঠু ভাবে বিদ্যালয় চালাতে। কারণ এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা হ’ল প্রায় ৯,৫০০ জন।পাশাপাশি এতোদিন যাদেরকে নিয়ে চলতে অভ্যস্ত হয়েছেন তারা- আজ তাদের অবর্তমানে বিদ্যালয়ের হাসিখুশিই যেন হারিয়ে গিয়েছে। অন্যদিকে শুধু তারাই নয়, এদিন নিজ নিজ ক্লাসে বসে চোখের জল মুছতে দেখা গেল ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও। তাদের বক্তব্য- আজ যারা বিদায় নিচ্ছেন- তারা আমাদের কাছে শুধুমাত্র একজন শিক্ষক বা শিক্ষিকাই নন, বরং তারা ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একেক জন শুভাকাঙ্ক্ষী তথা অভিভাবক। স্বাভাবিকভাবে একসাথে এতজন অভিভাবককে হারিয়ে আজ তাদের কিছুই ভালো লাগছে না।
