মালদায় প্রচারে এসে তৃণমূলকে একহাত নিলেন সেলিম

মালদায় প্রচারে এসে তৃণমূলকে একহাত নিলেন সেলিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
একহাত

মালদায় প্রচারে এসে তৃণমূলকে একহাত নিলেন সেলিম । যখন গুন্ডারাজ কায়েম হয়, তখন কেউ কোথায় নিরাপদে থাকেন না। পুরাতন মালদার নির্বাচনী প্রচারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই শাসকদল তৃণমূলকে এক হাত নিয়েছেন প্রাক্তন সাংসদ তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম ।

 

সোমবার রাতে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী চৌরঙ্গীমোড় এলাকার বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। আর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা করেছেন সিপিএমের ওই প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। তার আগে এদিন সিপিএমের মালদা জেলা কার্যালয়ে মিহির দাস ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম।

 

তবে এদিন পুরাতন মালদা পুরসভার নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, বন্যার সময় নদীর জল বাড়লে মানুষকে যেমন ক্ষতির মুখে পড়তে হয়, আতঙ্কের তৈরি হয় । এখন রাজ্যে ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। দার্জিলিং থেকে অনেক জায়গায় পুলিশ কর্মী খুন হয়েছেন । মানুষ নিরাপদে নয় ।

 

আর ও পড়ুন    চলতি সপ্তাহে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

 

সিপিএমের প্রাক্তন সংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম বলেন, জঞ্জাল যেমন পরিষ্কার হয়। তেমনি রাজ্যের জঞ্জাল পরিষ্কার করতে হবে। বিজেপি একটা গার্বেজ গ্রাউন্ড হয়ে গিয়েছে, ডাম্পিং গ্রাউন্ড হয়ে গিয়েছে। যত দুর্নীতিবাজ তৃণমূল ও বিজেপিতে চলে যাবে। বিজেপিতে গেলে কেন্দ্রীয় পুলিশের পাহাড়া পাবে। আর তৃণমূলে চলে আসে তাহলে রাজ্য পুলিশের পাহাড়া পাবে। সাধারণ মানুষের নিরাপত্তা থাকছে না। আর দুষ্কৃতীরা কেন্দ্রীয় পুলিশ রাজ্য পুলিশের পাহাড়া পাচ্ছে। মানুষ সকাল সকাল উঠে যদি ভোট দেয়, তাহলে ভোট লুঠ রোখা যায়।

 

সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম আরো বলেন, গত চার পাঁচটি কর্পোরেশন ইলেকশন আমরা যা দেখেছি, সকাল নটা পর্যন্ত যেখানে ভোট হয়েছে ভালো ভোট হয়েছে। সেখানে তৃণমূলের ভালো ভোট হয় নি। সকাল ন’টার পর বোম বন্দুক নিয়ে ভোট লুট হয়েছে। সকাল নটার মধ্যে বেশির ভাগ ভোট হয়ে গেলে বামফ্রন্ট ভাল রেজাল্ট করবে। তাই বলি পুরাতন মালদা পৌরসভা সিপিএম আরএসপি সহ বিভিন্ন শরিক দলের প্রার্থীরা রয়েছেন তাদেরকে এবারের নির্বাচনে জয়ী করুন, তাহলে এলাকার সমস্ত সমস্যার সমাধান হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top