তৃণমূলের একাংশের দিকে আঙুল তুলে বিস্ফোরক হলেন মদন মিত্র

তৃণমূলের একাংশের দিকে আঙুল তুলে বিস্ফোরক হলেন মদন মিত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
একাংশের

তৃণমূলের একাংশের দিকে আঙুল তুলে বিস্ফোরক হলেন মদন মিত্র।  ফের বিস্ফোরক মদন মিত্র। এবার তৃণমূলের দিকেই আঙুল তুললেন তিনি। ফেসবুক লাইভে তিনি অবৈধ প্রোমোটিংয়ের জন্য তৃণমূলের একাংশকে দায়ী করেন। সেইসঙ্গে হুমকি দেন, কমারহাটির বুকে এ কাজ তিনি মেনে নেবেন না। অবৈধ প্রোমোটিংয়ের চেষ্টা করলে যাঁরা এক কাজ করছেন তাঁদের পাঞ্জা কেটে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। খেলার মাঠে প্রোমোটিং বরদাস্ত করবেন না মদ

 

কামারহাটির বিধায়ক মদন মিত্রের অভিযোগ, তৃণমূলের নাম নিয়ে একদল মেঘনার মাঠে প্রোমোটিংয়ের চেষ্টা করছে। তাঁর কথায়, তৃণমূলের একাংশ দুষ্কৃতী দলের সঙ্গে যোগসাজোশে এ কাজ করার চেষ্টা করছে। কিন্তু  এর ফল ভালো হবে না। খেলার মাঠে প্রোমোটিং তিনি বরদাস্ত করবেন না। এই মর্মে তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।

 

মদন মিত্র বরাবরই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি।  সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিংও হন। তাঁর ফেসবুক লাইভ মানেই কিছু রসদ লুকিয়ে থাকে। আর তা বেশ জনপ্রিয়ও। সেই ফেসবুক লাইভকে মাধ্যম করেই তিনি এবার হুঁশিয়ারি দিলেন। প্রোমোটিং রাজ চালানো থেকে বিরত হতে বললেন দলের একাংশকে।

 

আর ও   পড়ুন    হোয়াটসঅ্যাপে নগ্ন হয়ে ভিডিও কল মহিলার! তারপর……

 

শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, আমি সাংসদ সৌগত রায়ের সঙ্গে কথা বলে মেঘনার মাঠের উন্নয়নের চেষ্টা করছি, আর সেখানে কি না প্রোমেটিংয়ের নোংরা খেলা চলছে। আবার তাতে জড়িয়ে রয়েছে দলেরই কেউ কেউ। তিনি বলেন, মদন মিত্রকে কেনা যাবে না, আমি শুভেন্দু নই তবে শুধু দলের একাংশকেই তিনি একহাত নেননি। তিনি এদিন নিশানা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তৃণমূল বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দেন, প্রত্যেকের গতিবিধি আমার নজরে রয়েছে। কে কতটা ভাগ নেবে, কোথায় বৈঠক হচ্ছে, সব জানি। গুন্ডামি করে, টাকা দেখিয়ে মদন মিত্রকে কেনা যাবে না। আমি শুভেন্দু অধিকারী নই। টাকার জন্য আমি বিক্রি হই না।

 

মদন মিত্র বলেন, ক্লাবের মাঠে খেলাধূলা করুন, ঠিক আছে। যে যতই বড় নেতা ধরুন, মাতব্বর ধরুন। মেঘনাপর মাঠে প্রোমোটিং করতে দেব না। মেঘনার মাঠে হাত দিয়ে হাতের পাঞ্জা কেটে দেব।  তিনি বলেন, উত্তেজনার বশে পাঞ্জা কেঠে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন তিনি। তবে এটা ঠিক যে কোনওভাবেই মেঘনার মাঠ বেদখল হতে দেবেন না। মদন মিত্র বেঁচে থাকতে তা সম্ভব নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top