একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা, ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড়

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা, ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – গত রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে। এবার শুরু হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। আগের পরীক্ষার মতোই এবারও দেখা যাচ্ছে ভিন রাজ্যের বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ভিড়। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার-সহ একাধিক রাজ্য থেকে এসেছেন পরীক্ষার্থীরা। সূত্রের খবর, বাংলায় পরীক্ষা দিতে হাজির হয়েছেন ১২ হাজারেরও বেশি প্রার্থী। এর মধ্যে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

হিন্দি মাধ্যমে ৩৭০টি শূন্যপদ থাকায় সেই শূন্যপদে আবেদন করেছেন এই বিপুল সংখ্যক ভিনরাজ্যের প্রার্থী। আগের পরীক্ষায় হিন্দি মাধ্যমে শূন্যপদ ছিল ২২৫১, ফলে আবেদনকারীর সংখ্যা আরও বেশি হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৬ সালের পরীক্ষায় হিন্দি মাধ্যমের প্রার্থীদের অনুমতি দেওয়া হয়নি। এবারই প্রথমবার তাঁদের জন্য সুযোগ তৈরি করা হয়েছে। ফলে বাংলায় এসে অনেক পরীক্ষার্থী তাঁদের রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার বেহাল দশা নিয়ে ক্ষোভও উগরে দেন।

এই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়েছে। অন্যদিকে, এসএসসি জানিয়েছে এবারের পরীক্ষায় মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী অংশ নিচ্ছেন। একাদশ-দ্বাদশ শ্রেণির এই পরীক্ষায় মোট ৩৬টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শূন্যপদ সংখ্যা ১২ হাজার ৫১৪ হলেও আবেদন জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৪৬ হাজার। ফলে প্রতিযোগিতা তীব্র হওয়া স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top