একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় স্বস্তি, চূড়ান্ত তালিকা প্রকাশ করল এসএসসি

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় স্বস্তি, চূড়ান্ত তালিকা প্রকাশ করল এসএসসি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – দীর্ঘদিনের অনিশ্চয়তা, আইনি জট এবং বিতর্কের অবসান ঘটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। অবশেষে প্রকাশিত হল চূড়ান্ত নিয়োগ তালিকা। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বলে মনে করছেন শিক্ষা মহল।
এসএসসি সূত্রে জানানো হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে যাঁরা নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তাঁদের নামই এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রার্থীরা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকা যাচাই করতে পারবেন।
কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তালিকাভুক্ত প্রার্থীদের খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত পরবর্তী নির্দেশিকা মেনে চলতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে নিয়োগ দ্রুত কার্যকর করা যায়।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে দীর্ঘদিন ধরেই রাজ্যে মামলা-মোকদ্দমা ও রাজনৈতিক বিতর্ক চলছিল। তার জেরে বহু স্কুলে শিক্ষক ঘাটতি তৈরি হয়েছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের ফলে সেই সংকট অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক ছন্দ ফেরাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top