একাদশ শ্রেণির দুই ছাত্র ইয়ার্কি থেকে মারামারি, তারপরে এক ছাত্রের মারে মৃত্যু হল অপর ছাত্রের । একাদশ শ্রেণির দুই ছাত্র ইয়ার্কি থেকে মারামারি, তারপরে এক ছাত্ত্রের মারে মারা গেল মলয় হালদার নামে অপর এক ছাত্র। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানার ধনবেরিয়া হাই স্কুলের একাদশ শ্রেণির কক্ষে। এই ঘটনার যেরে সায়ন নামে ঘাতক ছাত্র কে গ্রেফতার করে পুলিশ ডায়মন্ড হারবার থানার পুলিশ। ছাত্রদের মাধ্যমে যেটুকু জানা গেছে সায়ন ও মলয় হালদার দুই বন্ধু ক্লাসের মধ্যে দুজনে বসে ইয়ার্কি করছিল। কোন একটা কথা প্রসঙ্গে উভয় উভয়ের বাপ তুলে কথা বলে। সেই সময় সায়ন মলয় কে মাথার কপালে মারে।
হাতে একটি বালা ও শক্ত আংটি ছিল যার আঘাত খুব সজরে লাগে মলয়ের কপালে। তখনই লুটিয়ে পড়ে মলয়। অন্যান্য ছাত্র নার্সিংহোমে যায় সেখান থেকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে উত্তেজনায় ফেটে পড়ে অন্যান্য বন্ধুরা। শোকে ছায়া নেমে আসে মলের বাড়িতে। ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পৌরসভার চেয়ারম্যান প্রণব কান্তি দাস সহ অন্যান্য কাউন্সিলর রা।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে, কি কারণে এই গন্ডগোলের সূত্রপাত তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছেন
আরও পড়ুন – সামাজিক বয়কটের অভিযোগের পর মকরামপুরে সরকারি সুবিধা প্রদানের ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক
উল্লেখ্য, একাদশ শ্রেণির দুই ছাত্র ইয়ার্কি থেকে মারামারি, তারপরে এক ছাত্ত্রের মারে মারা গেল মলয় হালদার নামে অপর এক ছাত্র। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানার ধনবেরিয়া হাই স্কুলের একাদশ শ্রেণির কক্ষে। এই ঘটনার যেরে সায়ন নামে ঘাতক ছাত্র কে গ্রেফতার করে পুলিশ ডায়মন্ড হারবার থানার পুলিশ। ছাত্রদের মাধ্যমে যেটুকু জানা গেছে সায়ন ও মলয় হালদার দুই বন্ধু ক্লাসের মধ্যে দুজনে বসে ইয়ার্কি করছিল।
কোন একটা কথা প্রসঙ্গে উভয় উভয়ের বাপ তুলে কথা বলে। সেই সময় সায়ন মলয় কে মাথার কপালে মারে। হাতে একটি বালা ও শক্ত আংটি ছিল যার আঘাত খুব সজরে লাগে মলয়ের কপালে। তখনই লুটিয়ে পড়ে মলয়। অন্যান্য ছাত্র নার্সিংহোমে যায় সেখান থেকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে উত্তেজনায় ফেটে পড়ে অন্যান্য বন্ধুরা। শোকে ছায়া নেমে আসে মলের বাড়িতে।