একাধিক অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবী জানিয়ে স্কুলে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা প্রমোথনাথ হাই স্কুলে। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা ভর্তি ফী নিচ্ছে।
তার সাথে সাথে স্কুলের ক্লাস রুম গুলিতে চরম অব্যবস্থা রয়েছে।এমনকি জলের সংকট রয়েছে স্কুলের মধ্যে। শৌচালয়ের বেহাল অবস্থা। সমস্ত অভিযোগ একাধিকবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোন সমাধান হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। তাই সোমবার প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা ।
অবশ্য পড়ুয়াদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ হালদার । তিনি বলেন পড়ুয়ারা কারোর ইন্ধনে পড়ুয়ারা এই ধরনের কর্মকান্ড করছে। স্কুলে আর্থিক সমস্যা রয়েছে সেজন্যই যতটা সম্ভব স্কুলের ক্লাসরুম গুলিকে সাজিয়ে তোলা হয়েছে। বাকি কাজের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অর্থমিললে সেই কাজ করা হবে। বর্তমানে স্কুলের সবকিছু স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন – মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু
উল্লেখ্য, একাধিক অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবী জানিয়ে স্কুলে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা প্রমোথনাথ হাই স্কুলে। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা ভর্তি ফী নিচ্ছে। তার সাথে সাথে স্কুলের ক্লাস রুম গুলিতে চরম অব্যবস্থা রয়েছে।
এমনকি জলের সংকট রয়েছে স্কুলের মধ্যে। শৌচালয়ের বেহাল অবস্থা। সমস্ত অভিযোগ একাধিকবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোন সমাধান হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। তাই সোমবার প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা । অবশ্য পড়ুয়াদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ হালদার । তিনি বলেন পড়ুয়ারা কারোর ইন্ধনে পড়ুয়ারা এই ধরনের কর্মকান্ড করছে।