নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৩১ শে জুলাই :বাংলায় লুটের রাজ শুরু করেছে কংগ্রেস, তাকে এগিয়ে নিয়ে গেছে সিপিএম, এবং সমাপ্ত করবে তৃণমূল কংগ্রেস, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি শিবরাজ সিং চৌহান-এর। এদিন তিন তালাক বিল এর প্রশংসা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে কটাক্ষ করেই শুরু করেন সাংবাদিক সম্মেলন। শিবরাজ জি বলেন একজন মহিলা হয়েও তিন তালাক বিল কে সমর্থন করেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যায় করেছেন তিনি। পাশাপাশি তৃণমূলের
”দিদিকে বল”কর্মসূচি কে ও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তৃণমূলের দিদিকে বল কর্মসূচি কে কটাক্ষ করে তিনি বলেন দিদি তো শুনতেই পছন্দ করেন না, তাই মানুষ বলবেও না। মানুষ বলবেন মোদিকে। নবান্নে মমতা এবং রাজ ঠাকরে বৈঠক নিয়ে বলেন দুটি ব্যর্থ নেতৃত্ব একত্রিত হয়ে হাড়ের বাহানা খুঁজছে। তোপ দেগেছেন কাট মানি ইস্যুতেও। প্রশান্ত কিশোর সম্পর্কে এদিন তিনি বলেন, উনি অত বড় ব্যক্তিত্ব নয় তাই ওনার নাম নেব না। কিন্তু এটুকু বলছি যে নির্বাচন কোন পরামর্শ দ্বারা জেতা যায় না। নির্বাচন জেতার জন্য প্রয়োজন কর্মীদের কঠোর পরিশ্রম এবং জনগণের সেবা। আসন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকেও উড়িয়ে দিয়ে বলেন কেবল ভোট গুরু প্রশান্ত কিশোরের পরামর্শ এবং বুথ লেভেলে কর্মী নিয়োগ করে নির্বাচন জেতা যায় না। এ রাজ্যে সংগঠন বৃদ্ধি করে রাজ্য সরকার গঠনের হুমকিও দেন তিনি।
একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি শিবরাজ সিংহ চৌহান
একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি শিবরাজ সিংহ চৌহান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram