উত্তর 24 পরগণা – বাগদা থানার পুলিশ এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে একাধিক জাল নথি রাখার অভিযোগে। ধৃত ব্যক্তির নাম নিশিকান্ত সরকার (৫৬), বাড়ি পাথুরিয়া এলাকায়। পেশায় তিনি গৃহশিক্ষক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকেই তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে জাল জন্ম শংসাপত্র, বিভিন্ন স্কুলের জাল নথি, পঞ্চায়েতের ভুয়ো কাগজপত্র এবং একাধিক নকল রেশন কার্ড উদ্ধার হয়েছে। এমনকি বিডিও অফিস এবং স্কুলগুলোর নকল শিলমোহরও পাওয়া গেছে। নথির পরিমাণ ও প্রকৃতি দেখে তদন্তকারীরা চমকে গিয়েছেন।
বৃহস্পতিবার নিশিকান্ত সরকারকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই বিপুল পরিমাণ জাল নথি তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং সেগুলির উদ্দেশ্য কী ছিল।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পাথুরিয়া-সহ গোটা বাগদা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যখন ভুয়ো ভোটার ও জাল নথি নিয়ে বিতর্ক তুঙ্গে, সেই প্রেক্ষিতে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন।
বাগদার এসডিপিও শান্তনু ঝাঁ জানান, “গোপন সূত্রে খবর পেয়ে ওই গৃহশিক্ষকের বাড়িতে অভিযান চালানো হয়। একাধিক ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। কী উদ্দেশ্যে এগুলি ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
