বাতিল উত্তরবঙ্গ এবং অসমগামী একাধিক ট্রেন, নাজেহাল যাত্রীরা। ব্যান্ডেল এবং মহরা স্টেশনের মাঝে ইলেকট্রনিক ইন্টারলকিং এবং থার্ড লাইনের কাজ চলছে। যার জন্য শুক্রবার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত চুঁচুড়া-ব্যান্ডেল, ব্যান্ডেল-খন্ন্যান, ব্যান্ডেল-ত্রিবেণীর মধ্যে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। নিত্যযাত্রীদের জন্য কিছু স্পেশ্যাল ট্রেন চালিয়েছে রেল কর্তৃপক্ষ।
শুক্রবার হাওড়া-চুঁচুড়ার মধ্যে ৮টা, শনি এবং রবিবার ১৮টা ট্রেন চালানো হচ্ছে। যার জেরে বাতিল হলো উত্তরবঙ্গ এবং অসমগামী একাধিক ট্রেন। এখন ছুটির মরশুমে বেশিরভাগ মানুষই যাচ্ছেন ঘুরতে। যার কারনে নাজেহাল অবস্থার শিকার পর্যটকরা। কাউকে বাতিল করতে হচ্ছে বহুদিন আগে পরিকল্পনা করা ট্যুর তো কেউ আবার বেড়ানো সেরে বাড়ি ফিরতে গিয়ে হচ্ছেন নাজেহাল।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
কারণ এমন পরিস্থিতিতে বাসের ভাড়া আকাশছোঁয়া। বিমানের ভাড়াও আকাশছোঁয়া। বিমানের ভাড়া ১০ হাজার টাকার বেশি। আবার যেক’টি ট্রেন চলছে, তাতেও তৎকাল টিকিট মিলছে না। ফলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ার ট্যুরিজমের গ্রুপগুলি অভিযোগে ভরে গিয়েছে। পর্যটকদের ভিড় সামাল দিতে অতিরিক্ত বাস পরিষেবা শুরু করেছে উত্তরবঙ্গ সড়ক পরিবহণ নিগম। কলকাতা-শিলিগুড়ি রুটে এতদিন দিনে দু’টি বাস চলত। পরিস্থিতি সামাল দিতে তিনটি বাস চালানো হচ্ছে। আরও কিছু বাস স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে। প্রয়োজনে চালানো হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্যান্ডেল এবং মহরা স্টেশনের মাঝে ইলেকট্রনিক ইন্টারলকিং এবং থার্ড লাইনের কাজ চলছে। যার জন্য শুক্রবার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত চুঁচুড়া-ব্যান্ডেল, ব্যান্ডেল-খন্ন্যান, ব্যান্ডেল-ত্রিবেণীর মধ্যে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। নিত্যযাত্রীদের জন্য কিছু স্পেশ্যাল ট্রেন চালিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার হাওড়া-চুঁচুড়ার মধ্যে ৮টা, শনি এবং রবিবার ১৮টা ট্রেন চালানো হচ্ছে। যার জেরে বাতিল হলো উত্তরবঙ্গ এবং অসমগামী একাধিক ট্রেন। এখন ছুটির মরশুমে বেশিরভাগ মানুষই যাচ্ছেন ঘুরতে। যার কারনে নাজেহাল অবস্থার শিকার পর্যটকরা।
কাউকে বাতিল করতে হচ্ছে বহুদিন আগে পরিকল্পনা করা ট্যুর তো কেউ আবার বেড়ানো সেরে বাড়ি ফিরতে গিয়ে হচ্ছেন নাজেহাল। কারণ এমন পরিস্থিতিতে বাসের ভাড়া আকাশছোঁয়া। বিমানের ভাড়াও আকাশছোঁয়া। বিমানের ভাড়া ১০ হাজার টাকার বেশি। আবার যেক’টি ট্রেন চলছে, তাতেও তৎকাল টিকিট মিলছে না। ফলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ার ট্যুরিজমের গ্রুপগুলি অভিযোগে ভরে গিয়েছে। পর্যটকদের ভিড় সামাল দিতে অতিরিক্ত বাস পরিষেবা শুরু করেছে উত্তরবঙ্গ সড়ক পরিবহণ নিগম। কলকাতা-শিলিগুড়ি রুটে এতদিন দিনে দু’টি বাস চলত। পরিস্থিতি সামাল দিতে তিনটি বাস চালানো হচ্ছে। আরও কিছু বাস স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে। প্রয়োজনে চালানো হবে বলে জানানো হয়েছে।