রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন দুপুর থেকে বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ মার্চ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে যে তাপমাত্রা থাকবে, তা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আর ও পড়ুন প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চ্যটার্জি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ মার্চ শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম ও নদিয়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের মতো তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। একদিকে তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে ঢোকার ফলে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দুপুর কিংবা বিকেলের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন দুপুর থেকে বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ মার্চ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে যে তাপমাত্রা থাকবে, তা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।