করোনাকালে অ্যাম্বুলেন্স এর গুরুত্ব শুধু আপতকালীন পরিস্থিতিতে নয়, ব্যক্তিগত ব্যবহারেও দেখা গিয়েছে। এমন দুর্নীতির চিত্র সত্যি অকল্পনীয়। আবারও ঠিক তেমনই এক ছবি ধরা পড়লো বর্ধমানে।
রোগীকে হাসপাতাল থেকে বাড়িতে নামিয়ে খালি গাড়ি নিয়ে ফিরতে আপত্তি চালকের। ফাঁকা গাড়িকে কাজে লাগাতে অ্যাম্বুলেন্সকেই বানিয়ে ফেললেন বাস। রীতিমত রাস্তা থেকে যাত্রী তুলে সফর করল ১০২ সরকারি অ্যাম্বুলেন্স চালক। চালকের বক্তব্য, রোগীকে বাড়িতে পৌঁছে খালি কেন যাবে অ্যাম্বুলেন্স!
ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ থেকে বর্ধমান যাওয়ার পথে। যাত্রীসহ ওই অ্যাম্বুলেন্স মুর্শিদাবাদ থেকে অনেকটা পথ পেরিয়ে আসলেও অবশেষে বর্ধমানে এসে নজর এড়াতে পারলোনা পুলিশের। বৃহস্পতিবার কার্জন গেটে যাত্রিভর্তি সরকারি অ্যাম্বুলেন্স থেকে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের। অ্যাম্বুলেন্স থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল বেড়াল। রোগী নামিয়ে মুর্শিদাবাদের চাঁদের মোড় এলাকায় দশ জন যুবককে বাস স্ট্যান্ড থেকে তোলেন ওই চালক। ডানকুনি নিয়ে যাওয়ার কথা বলে ২৫০ টাকা ভাড়া নেন ওই চালক। চালককে আটক করেছে পুলিশ।