একুশের প্রচারে এবার মহিলা তৃণমূলের হাট মিছিল সোনাপুরে। ২১ জুলাই ধর্মতলা চলো । এই স্লোগান নিয়ে চোপড়া ব্লকের সোনাপুর মহিলা তৃনমুল কংগ্রেসের মেঘা হাট মিছিল সোনাপুর হাটে । রবিবার এই বিশাল মিছিল টি সোনাপুর পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু করে গোটা হাট পরিক্রমা করে সোনাপুর তৃনমুল কার্যালয়ে শেষ হয় । মিছিল শেষে একটি স্টেট কর্নার ও হয় ।
একুশ জুলাই এর উপরে বক্তব্য রাখেন তৃনমুল কংগ্রেসের চোপড়া ব্লক সভা পতি আসমত আরা বেগম , সোনাপুর পঞ্চায়েত প্রধান রুবি খাতুন , সোনাপুর অঞ্চল সভাপতি শিবেন্দু চৌধুরী বর্ষীয়ান নেতা কামালউদ্দিন শাহিদ আলম সহ অঞ্চল তৃনমুল এর বিভিন্ন সংগঠনের নেতা নেতৃগন ।অঞ্চল সভাপতি শিবেন্দু চৌধুরী জানান , এবার মহিলাদের ব্যাপক সারা পরেছে । একুশের ধর্ম তলার সভায় প্রচুর মহিলা চোপড়া থেকে যাবে । রবিবার প্রখর রৌদ্রকে উপেক্ষা করে হাট মিছিলে হাজারের বেশি মহিলা অংশগ্রহণ করেন ।
আরও পড়ুন – রাষ্ট্রপতি পদের নির্বাচনের ভোটদান কে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের মধ্যে জোর কদম চলছে প্রস্তুতি পর্ব
উল্লেখ্য, একুশের প্রচারে এবার মহিলা তৃণমূলের হাট মিছিল সোনাপুরে। ২১ জুলাই ধর্মতলা চলো । এই স্লোগান নিয়ে চোপড়া ব্লকের সোনাপুর মহিলা তৃনমুল কংগ্রেসের মেঘা হাট মিছিল সোনাপুর হাটে । রবিবার এই বিশাল মিছিল টি সোনাপুর পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু করে গোটা হাট পরিক্রমা করে সোনাপুর তৃনমুল কার্যালয়ে শেষ হয় । মিছিল শেষে একটি স্টেট কর্নার ও হয় ।
একুশ জুলাই এর উপরে বক্তব্য রাখেন তৃনমুল কংগ্রেসের চোপড়া ব্লক সভা পতি আসমত আরা বেগম , সোনাপুর পঞ্চায়েত প্রধান রুবি খাতুন , সোনাপুর অঞ্চল সভাপতি শিবেন্দু চৌধুরী বর্ষীয়ান নেতা কামালউদ্দিন শাহিদ আলম সহ অঞ্চল তৃনমুল এর বিভিন্ন সংগঠনের নেতা নেতৃগন ।অঞ্চল সভাপতি শিবেন্দু চৌধুরী জানান , এবার মহিলাদের ব্যাপক সারা পরেছে । একুশের ধর্ম তলার সভায় প্রচুর মহিলা চোপড়া থেকে যাবে । রবিবার প্রখর রৌদ্রকে উপেক্ষা করে হাট মিছিলে হাজারের বেশি মহিলা অংশগ্রহণ করেন ।