নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২২শে জুলাই :একুশে জুলাই ধর্মতলায় না যাওয়ার কারনে ভ্যান স্টাণ্ড দখল ও ভ্যান চালকদের মারধর তার প্রতিবাদে ভ্যান চালক ও বিজিপি কর্মীরা দত্তপুকুর থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকায় উত্তেজনা ।
গতকাল একুশে জুলাই ধর্মতলায় না যাওয়ার কারনে দত্তপুকুর এক নম্বর রেলগেটের কাছে ভ্যান স্টাণ্ড দখল করে টোটো চালক দের কাছে তুলে দেওয়া অভিযোগ ভ্যান চালক দের । মারধর ও করে বলে অভিযোগ । অভিযোগের তীর শাসক দলের নেতা গোপাল কাঞ্জিলালের দিকে । আজ সকালে ভ্যান চালকরা আবার দখল করে ভ্যান স্টাণ্ড।
তার পর ভ্যান চালক ও বিজিপি কর্মী দত্তপুকুর থানায় গিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাই এবং অবিলম্বে শাসক দলের নেতা গোপাল কাঞ্জিলাল কে গ্রেফতার করতে হবে পুলিশের আশ্বাসের পর ঘেরাও ওঠে । ভ্যান স্টাণ্ড দখলের ঘটনা শাসক দল এই ঘটনা অস্বীকার করে এক নম্বর রেলগেটের কাছে একটি যাত্রী প্রতীক্ষার বিজিপি দখল করে তাদের ঝাণ্ডা টাঙিয়ে দেয় শাসক দল সুষ্ঠু ভাবে মিটিয়ে নেওয়া কথা বলেছিল মারধরের কোন ঘটনা ঘটেনি দত্তপুকুর এক নম্বর রেল গেটের কাছে এই ঘটনায় উত্তেজনা রয়েছে