নিজস্ব সংবাদদাতা, কোলকাতা:- আজ রাখি পূর্ণিমা, উৎসবের দিন।কিন্তু কোরোনার জন্য এবছর সেইভাবে রাখি পূর্ণিমা উৎসব পালন করা সম্ভব হচ্ছে না। তবে বাঙালির মন কোন কিছুতেই দমে থাকে না ।এই মুহূর্তে অনেকেই করোনায় সংক্রমিত। তারা হয়তো সেই ভাবে এই দিনটি পালন করতে পারছেন না। কিন্তু তাদের মনে যেন কোন রকম হতাশার সৃষ্টি না হয় সেই জন্য আজ আরো এক পা বাড়িয়ে দিয়েছে বালিগঞ্জের ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখার্জি। এদিন তিনি ও তাঁর মহিলা সমিতি ও তৃণমূল কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি পূর্ণিমা উৎসব পালন করেন। তবে তা একেবারেই অন্যরকম এবং অন্য ধাঁচে। বালিগঞ্জ অঞ্চলে এই মুহূর্তে করোনা সংক্রমিত সংখ্যাটা অনেকটাই বেশি ।তাই এবার বালিগঞ্জ অঞ্চলে যেসমস্ত বাড়িতে করোনা সংক্রমিত রোগী রয়েছে তাদের বাড়িতে গিয়ে তাদের রাখি দিয়ে রাখি উৎসব পালন করলেন সুদর্শনা মুখার্জি। তিনি জানিয়েছেন যারা জীবাণুমুক্ত করার কাজে যুক্ত রয়েছেন বা ডেঙ্গু নিরাময়ের কাজে যুক্ত রয়েছেন তারা পি পি ই কিট পড়ে সমস্ত রকম সামাজিক বিধিনিষেধ মেনে সেই সমস্ত রোগীদের বাড়িতে গিয়ে তাদের হাতে রাখি তুলে দেন। শুধু তাই নয় তার সঙ্গে ছিল মিষ্টি এবং সেই সঙ্গে তাদেরকে জানানো হয় তারা যেন কোন রকম ভাবে নিজেদের এই দিনটিতে হতাশায় ডুবিয়ে না রাখে।এর পাশাপাশি বার্তা জানানো হয় করোনার সাথে মোকাবিলা করতে সমস্ত রকম সামাজিক সর্তকতা বিধি মেনে চলতে হবে। সমস্ত রকম সামাজিক নীতি এবং নিয়মকানুন মেনে এই রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় ।একেবারে এক অভিনব নতুন পদ্ধতিতে তারা আজ এই রাখি উৎসব পালন করেন।
একেবারে এক অভিনব নতুন পদ্ধতিতে রাখি উৎসব পালন করা হলো।
একেবারে এক অভিনব নতুন পদ্ধতিতে রাখি উৎসব পালন করা হলো।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram