
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা ,১৮ ই অক্টোবর : একের পর এক চুরির ঘটনায় নাজেহাল এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার অন্তর্গত নবপল্লী এলাকার আট নং ওয়ার্ডে।স্থানীয় মানুষের অভিযোগ,বেশ কিছুদিন ধরে এলাকায় পরপর চুরির ঘটনা
ঘটছে অথচ প্রশাসন চুরির ঘটনার কিনারা করতে পারছে না।এদিন ওই এলাকার সমতীর্থ সংলগ্ন মন্দির এর বিগ্রহ থেকে সোনার গহনা চুরি হয়,যার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা।প্রতিমার হার,চুরি,দুল চুরি হওয়ায় এলাকা বাসী ক্ষুব্ধ।বারাসাত এলাকায় পরপর চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে এলাকা বাসীরা।তদন্তে বারাসাত থানার পুলিশ।



















