নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর,৪ ডিসেম্বর, একের পর এক এটিএম জালিয়াতি হচ্ছে অথচ এটিএম কাউন্টারে একজন নিরাপত্তা রক্ষী থাকার কথা থাকলেও জেলায় জেলায় অধিকাংশ এটিএম কাউন্টারে থাকে না প্রহরী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এটিএমগুলিতে উঠে এল সেই ছবি।
নিরাপত্তা রক্ষী না থাকায় বর্তমানে এটিএমে টাকা তুলতেও আশঙ্কায় গ্রাহকরা।চন্দ্রকোনা পৌরসভা এলাকায় বিভিন্ন রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের মোট ৬ টি এটিএম কাউন্টার থাকলেও একটিতেও কোনও নিরাপত্তা রক্ষী নেই বলে অভিযোগ গ্রাহকদের।রক্ষীবিহীন ফাঁকা পড়ে থাকে এটিএমগুলি।শহরের ৬টি এটিএমের একটাতেও নিরাপত্তা রক্ষী না থাকায় গ্রাহকদের আশঙ্কা যে কোনও সময় যে কেউ এটিএমগুলিতে ঢুকে অবাধে কারসাজি করতে পারে আর গ্রাহকদের কষ্টার্জিত ধন নিমেষে গায়েব করে নিয়ে যাবে জালিয়াতি চক্র।রক্ষীবিহীন এটিএম কাউন্টারগুলিতে অবিলম্বে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা হোক দাবী গ্রাহকদের।