নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ নভেম্বর, বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা। পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারল একটি বালি ভর্তি লরি। আহত এক। লরির চালক পলাতক। লরিটি আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউটাউন ইউনিটেকের সামনে।
দুপুর দেড় টা নাগাদ নিউটাউন ইকো স্পেস এর দিক থেকে ইউনিটেকের দিকে আসার সময় দ্রুতগতিতে একটি বালি ভর্তি লরি একটি প্রাইভেট গাড়ির পিছনে ধাক্কা মারে তারপর আন্দুল থেকে নিউটাউন গামী বাসের পিছনে ধাক্কা মারে। বাসটি ইউনিটেকের গেটের সামনে দাঁড়িয়ে থাকা স্কুটিতে গিয়ে ধাক্কা মারে। স্কুটির চালককে আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।