বিনোদন – সব সময়ই চর্চায় থাকেন টলিউডের জনপ্রিয় জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। ব্যক্তিগত সম্পর্ক থেকে রাজনৈতিক জীবন—সবেতেই আলোচনার কেন্দ্রবিন্দু তাঁরা। কিছু মাস ধরেই শোনা যাচ্ছিল, যশ-নুসরতের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা থেকে আলাদা থাকা—সব মিলিয়ে গুঞ্জনের আগুনে ঘি পড়েছিলই।
তবে সেই সব জল্পনায় জল ঢাললেন নুসরত নিজেই। যশের জন্মদিনে এক আবেগঘন পোস্টে যেন ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন সকল নিন্দুককে। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একাধিক অদেখা মুহূর্তের ছবি ভাগ করে নেন — যশের সঙ্গে কাটানো মধুর সময়ের ঝলক, এমনকি ছোট্ট ঈশানকে কোলে নেওয়া হাসপাতালের ছবিও রয়েছে সেই অ্যালবামে।
সেই পোস্টের ক্যাপশনে নুসরত লেখেন,
“একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করা থেকে শুরু করে, একে অপরের সঙ্গে লড়াই করা (এবং এখনও টিকে থাকা)… পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসা থেকে একে অপরকে আঘাত করা—সব কিছুই শিখেছি! আমার প্রিয় ‘মাথা ব্যথা’… তোমার বিশেষ দিনে তোমার সুখ, শান্তি ও সাফল্য কামনা করি… শুভ জন্মদিন।”
নুসরতের এই পোস্টেই প্রতিক্রিয়া জানিয়েছেন যশ দাশগুপ্ত। মজার ছলে তিনি লিখেছেন,
“মনে হচ্ছে বিশৃঙ্খলা আমাদের জন্যই উপযুক্ত! শুধু তুমিই আমায় ‘মাথা ব্যথা’ বলতে পারো, আর তোমার মুখে সেটা মিষ্টি শোনায়। এই পাগলামো, বিশৃঙ্খল, দারুণ শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ… আরও অনেক দিন একে অপরের সঙ্গে থাকবার কামনা রইল।”
এই রোমান্টিক বিনিময় মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, যশ-নুসরতের এই পোস্টই প্রমাণ করছে—সব গুঞ্জনের পরও তাঁদের বন্ধন এখনো অটুট।
