এক্কেবারে সিনেমার নায়কের মতন ছয়ে ছক্কা মেরে ম্যাচ জেলাতেন গ্লাস

এক্কেবারে সিনেমার নায়কের মতন ছয়ে ছক্কা মেরে ম্যাচ জেলাতেন গ্লাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ জুলাই ২০২১: এক্কেবারে সিনেমার নায়কের মতন ছয়ে ছক্কা মেরে ম্যাচ জেলাতেন গ্লাস। টি-২০ ফাইনালের মতো ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ৩৫ রান। নর্দ্যান আইরিশ ক্লাব ক্রেগাঘের ঘরের মাঠেই বিপক্ষকে অবাস্তব হারের মুখে দাঁড় করালেন বেলিমেনার জন গ্লাস।২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে ক্রেগাঘ ।

১৯ ওভারে ৭ উইকেটে বেলিমেনার স্কোর ১১৩। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। ক্রেগাঘের ঘরের মাঠে আগাম সেলিব্রেশন শুরু। আচমকাই মেগা ফাইনালে অলৌকিক কাণ্ড ঘটালেন বেলিমানের জন গ্লাস । ক্রিজে ৫১ রানে ব্যাট করছিলেন তিনি। মাঠ যখন ছাড়লেন তখন গ্লাসের স্কোর ৮৭। ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে চ্যাম্পিয়ন করালেন বেলিমেনাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top