নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ৮ই নভেম্বর, অজানা জ্বরে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম লিলি পোদ্দার, বয়স ৩৭ বছর। মহিলা গাইঘাটা থানার গাজনা এলাকার বাসিন্দা। আজ ভোর রাতে তাঁর বনগাঁ মহকুমা হাসপাতালে মৃত্যু হয়। প্রায় দশ দিন জ্বরে ভুগছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, লিলি দেবী গত দশ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। গত মঙ্গল বার তিনি চাঁপাড়া গ্রামীণ হাসপাতেলে জ্বর নিয়ে ভর্তি হন। প্রথম দিকে তাঁর শারিরিক অবস্থার উন্নতি হতে থাকলেও গতকাল মধ্য রাতে হঠাৎ তাঁর শারিরিক অবস্থার অবনতি ঘটে। এদিন রাতেই তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতে পাঠানো হয়। পরিবারের দাবি, সেখানে ডাক্তার তাদের জানান লিলি দেবীর তেমন কোন অসুবিধা নেই। পরে আজ ভোর রাতে লিলি দেবীর মৃত্যু হয়েছে বলে খবর পায় পরিবাবের সদস্যরা। পরিবারের সদস্যদের কথায় লিলি দেবীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর সংশয় পত্রে ডেঙ্গুর কোন উল্লেখ নেই।