এক কাপ চা ও এক কাপ কাপুচ্চিনোর জন্য ৭৮ হাজার ৬৫০ টাকা বিল মেটালেন অভিনেতা

এক কাপ চা ও এক কাপ কাপুচ্চিনোর জন্য ৭৮ হাজার ৬৫০ টাকা বিল মেটালেন অভিনেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইন্দোনেসিয়া : হোটেলে এক কাপ চা ও এক কাপ কাপুচ্চিনোর জন্য অভিনেতা-কমেডিয়ান কিকু শারদারকে দিতে হয়েছে ’৭৮ হাজার ৬৫০’! এই কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে বিলের ছবি সহ জানিয়েছেন কিকু। কিন্তু কোনও অভিযোগ জানাননি কিকু। কেন জানেন?

ইন্দোনেসিয়ায় বেড়াতে গিয়েছেন কিকু l সেখানেই হোটেলে তাকে এক চা ও এক কাপ কাপুচ্চিনো এই দু’কাপ পানীয়ের জন্য তাঁর বিল এসেছিল ৭৮ হাজার ৬৫০। তবে এই অঙ্ক ভারতীয় টাকায় নয়, ইন্দোনেশিয়ান রুপিয়াতে। তাই ভারতীয় মুদ্রায় ওই দু’কাপ পানীয়ের দাম হচ্ছে ৪০০ টাকা।শুধুমাত্র নেটিজেনদের সঙ্গে মজা করার জন্য এই পোস্ট করেছেন কিকু। এই বিষয়ে তার কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন ওই অভিনেতা।

https://twitter.com/kikusharda/status/1168835838819520514

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top