নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৬ ই আগস্ট :এক গৃহবধূ রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোল উত্তর থানার গাঁড়ুই গ্রামে। জানা গিয়েছে রুপনারায়নপুরের বাসিন্দা মুক্তা ঘোষের বিয়ে হয়েছিল গাঁড়ুই গ্রামের বাসিন্দা চৈতন্য ঘোষের সঙ্গে। গতকাল বাড়িতে ফোন করে মুক্তা জানায় ছাদের উপরে টবে কিছু রেখে গেলাম দেখে নিও।
এরপরে মুক্তার শ্বশুরবাড়ির লোকেরা মুক্তার বাপের বাড়ির লোকেদের জানায় মুক্ত অসুস্থ। তার বাপের বাড়ির লোক এসে দেখে গলায় ফাঁস লাগিয়ে মুক্তা। মুক্তার বাপের বাড়ির অভিযোগ তাকে খুন করা হয়েছে। আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয় আজ। ময়নাতদন্তের পর মুক্তা দেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।