এক গৃহ বধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সুতি থানার তারারমোড় এলাকায়। জানা গিয়েছে ঐ গৃহবধুর নাম রহিমা বিবি (৪০)। বাড়ি বীরভূম জেলার হরিশপুর। মেয়ের পরিবারের দাবি গৃহ বধুর স্বামী কালাম সেখ তাকে খুন করে সুতি থানা এলাকার তারার মোড়ে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। এলাকার লোকজন দেখতে পেলে সুতি থানার পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায় l